বাঘী ৩

২০২০-এর আহমেদ খান পরিচালিত হিন্দি চলচ্চিত্র

বাগী ৩ হচ্ছে ২০২০ সালের আসন্ন একটি ভারতীয় অ্যাকশন - থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি নাদিয়াদয়াল গ্র্যান্ডসান এইন্টারটেইনমেন্ট ব্যানারে সাজিদ নাদিয়াডওয়ালা প্রযোজনা করেছেন এবং আহমেদ খান পরিচালনা করেছেন। চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, রিতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর এবং অঙ্কিতা লোখন্ডে[১]

বাগী ৩
বাগী ৩ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআহমেদ খান
প্রযোজকসাজিদ নদিয়াদওয়ালা
রচয়িতাফরহাদ সামজি
চিত্রনাট্যকারহুসেন দালাল
কাহিনিকারফরহাদ সামজি
উৎসভেট্টাই নামের তামিল চলচ্চিত্রের গল্প থেকে অনুপ্রানিত
শ্রেষ্ঠাংশেটাইগার শ্রফ
রিতেশ দেশমুখ
শ্রদ্ধা কাপুর
অঙ্কিতা লোখন্ডে
সুরকার
  • অমল মল্লিক
  • মিট ব্রস
চিত্রগ্রাহকসান্থনা কৃষ্ণন রবিচন্দ্রন
সম্পাদকহেমন্তি সরকার
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকফক্স স্টার স্টুডিও
মুক্তি
  • ৬ মার্চ ২০২০ (2020-03-06)
দেশ ভারত
ভাষাহিন্দি
আয়৯৭ কোটি

এটি ২০১২ সালের তামিল ছবি ভেট্টাই ফিল্মের অফিসিয়াল পুনঃনির্মাণ। চলচ্চিত্রটির মূল ফটোগ্রাফি ১২ সেপ্টেম্বর ২০১৯ থেকে মুম্বাইয়ে শুরু হয়েছিল।ট্রেইলার ৬ ফ্রেবুয়ারি ২০২০ এ রিলিজ হয়েছিলো এবং এটি থিয়েটারে সিনেমাটি ২০২০ সালের ৬ মার্চ রিলিজ হয়েছে।

কাহিনী সম্পাদনা

রনি ও ভিক্রম দুই ভাই। ভিক্রম একটু ভীতু প্রকৃতির। তাদের বাবা ছোটবেলায় মারা যায়। বাবা পুলিশ ছিল। মারা যাওয়ার আগে বাবা রনিকে বলে, হয়তো প্রথমবার কোনো বাবা ছোট সন্তানকে বড় সন্তানের দেখভাল করতে বলছে। রনি বাবাকে কথা দেয় সে সর্বদা ভিক্রমকে বিপদের হাত থেকে বাচাবে। এরপর থেকে ভিক্রম যতবার বিপদে পড়তো, রনি প্রতিবারে তার মোকাবেলা করতো। হাফিজা রনিদের প্রতিবেশি। একদিন এক সিনেমা হলে ভিক্রমের সাথে সিয়ার দেখা হয়। সেখানে ভুলক্রমে ভিক্রম এক গুন্ডাদের বসের জামায় স্ন্যাক্স ফেলে দেয়। সেখানে রনি গুন্ডাদের হাত থেকে তাদের বাঁচায়। তাদের বাবা পুলিশ হওয়ায় তাদের মধ্যে একজনকে পুলিশের চাকরিতে সুযোগ দেয়া হয়। ভিক্রম ভীতু হওয়ায় সে এ চাকরি করতে চাচ্ছিলো না। আবার ভিক্রমকে বাঁচাতে বাঁচাতে রনির ৩৫ টা কেস হয়ে গেছে তাই সেও চাকরি টি নিতে পারছে না। পরে রনির কথা শুনে ভিক্রম সে পুলিশ ফোর্সে জয়েন হয়। সেখানে গিয়ে জানতে পারে আইপিএল নামের একজন মাঝে মাঝে পুরো একটি ফ্যামিলি গায়েব করে ফেলে। তার অনেক পাওয়ার তাই পুলিশরা তাকে কিছু করতে পারে না। সে মানুষদের আটক করে সিরিয়ায় নিয়ে যায়। সেখানে আবু জালাল গাজা নামের এক টেরোরিস্ট থাকে। তার কাছে লোকজনদের দিয়ে দেয়। আবু জালাল প্রতিটি ফ্যামিলির মাঝে এমন একজনকে খুজে যে তার জীবনের বিনিময়ে তার ফ্যামিলিকে সেফ রাখবে। এমন মানুষদের দিয়ে সে সিরিয়ায় বিভিন্ন অপকর্ম করে ও বিনিময়ে পরিবারের বাকি সদস্যদের নিজ দেশে পাঠিয়ে দেয়। সে ভারত ছাড়াও পাকিস্তানিদেরকেও এভাবে বন্দি বানিয়ে রাখে। তো একদিন সকালে হাফিজা আইপিএলের লোকদের কিপন্যাড করা অবস্থায় দেখে ফেলে। সে থানায় গিয়ে রিপোর্ট লিখাতে চায় কিন্তু সকল পুলিশ আইপিএলকে ভয় পায় তাই রিপোর্ট লিখতেও নারাজ। তখনও ভিক্রম থানায় আসেনি। হাফিজা আবার সিয়াকে চিনে। পরে হাফিজা সিয়াকে থানায় ডেকে আনে ও সিয়ার আচরণে ইন্সপেক্টর শরৎ কুতে রিপোর্ট লিখতে বাধ্য হয়। এখন সব পুলিশরা চিন্তায় পরে গেলো কে আইপিএলের ফ্যাক্টরিতে গিয়ে লোকদের বাচিয়ে আনবে। আসলে যে যাবে সে নিজেই আর ফিরে আসবে না। তখন একজন পরামর্শ দিলো ভিক্রমকে পাঠানোর জন্য। ভিক্রম আসলে তাকে সেখানে যেতে নির্দেশ দেয়া হয়। কিন্তু ভিক্রম তো উল্টো গুন্ডাদের ভয় পায়। তাই ব্যাপারটা রনির সাথে শেয়ার করে। রনি গোপনে সেখানে যাবে বলে আশ্বাস দেয়। পরে ভিক্রম একাই সেখানে যায়। রনি গুন্ডাদের মেরে চলে যায় ও ভিক্রম আটককৃতদের নিয়ে বের হয়ে। ফলে শহরের চারিদিকে ভিক্রমের সুনাম বেড়ে যায়। এদিকে আটককৃত লোকগুলো ছুটে যাওয়ায় আইপিএলের মেজাজ খারাপ হয়ে যায়। আইপিএলের নির্দেশে রনিকে বোকা ভেবে তাকে তুলে নিয়ে যায় আর ভিক্রমকে হুমকি দেয় যেনো কখনও আইপিএলের কাজ হাত না ঢুকায়। আইপিএলের তাড়া ছিলো। সে সিরিয়ায় চলে যায়। এদিকে রনি আবারও গুন্ডাদের মেরে চলে যায়। একদিন হাফিজা ও তার স্বামী আসিফ রনিদের বাসায় গল্প করতে আসে। তো আসিফ বিয়ের প্রসঙ্গ টেনে আনলে রনির চাচাও তাকে জোর দেয় বিয়ে করে ফেলার জন্য। তবে রনির কথায় ভিক্রম বিয়ে করতে রাজি হয়। রনি পাত্রিপক্ষকে দেখে আসতে গিয়ে দেখে পাত্রী সিয়ার বোন রুচি। রনি আগে থেকেই সিয়ার উপর দুর্বল ছিলো। দুপক্ষের সম্মতিতে জমজমাটভাবে ভিক্রম-রুচির বিয়ে হয়। রনির আদতে ভিক্রমের কারণে পুলিশরাও আর গুন্ডাদের ভয় পায় না। গোপন সূত্রমতে পুলিশের লোকজন খবর পায় যে আইপিএল সিরিয়ায় অবস্থান করছে। তাকে ধরার জন্য ভিক্রমকে সিরিয়ায় পাঠিয়ে দেয়। সিরিয়ায় ভিক্রমের আইডিকার্ড এক পকেটমার চুরি করে ফেলে। একদিন রনি ভিক্রমের সাথে ভিডিও কলে কথা বলার সময়ে ব্যাপারটি রনিকে জানায়। কথা বলতে বলতে হঠাৎ ভিক্রমের উপর আবু জালালের ভাই জায়িদিসহ একজন এটাক করে। রনি জায়িদির চেহারা দেখতে পায়। তাৎক্ষনিক রনি সিয়াকে নিয়ে সিরিয়ায় চলে যায়। এদিকে ভিক্রম বন্দিদের আস্তানায় দেখতে পায় হাফিজা, আসিফ আর তাদের বাচ্চাকেও আইপিএল এখানে বন্দি করে এনেছে।তো সিরিয়ায় পুলিশদের সাথে কথা বলে রনি-সিয়া তেমন কোনো সুবিধা পায় না। পথিমধ্যে আখতার লাহোরির সাথে তাদের পরিচয় হয়। তার প্রথমে রনিদের থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার পরিকল্পনা থাকলেও তাদের আচরণে সে সন্তুষ্ট হয়ে তাদেরকে হেল্প করবে বলে জানায়। সে পকেটমার তাই শহরের কিছু পকেটমারদের চিনে। এক পকেটমার থেকে তারা ভিক্রমের আইডি কার্ড খুজে পায়। পকেটমার জানায় জাইদির জন্য কাজটি করেছিলো। জাইদির ঠিকানা সে জানায়। রনি জাইদি পাকড়াও করে ও তার থেকে কথা বের করতে বাধ্য করায়। কিন্তু জাইদি গাড়ির নিচে চাপা পড়ে আত্মহত্যা করে। জাইদির ফোন দিয়ে তারা আইপিএলকে মেসেজ দেয়। একটি ক্লাবে মিটিং নামে আসতে বলে। এদিকে আবু জালাল বুঝতে পারে তার ভাই জাইদি এর খুনিই আইপিএলকে ক্লাবে ডেকেছে। আবু জালাল তাই আইপিএল এর উপর হালকা সন্দেহ করে। সেও ক্লাবে আসে। ক্লাবে বিলাল (পুলিশ) ও চলে আসে। তারা জানতে পারে আবু জালাল এখানে আসবে। বিলাল ও রনিরা মিলে আইপিএলকে ধরে। ততক্ষণে আবু জালাল পালিয়ে গেছে।বিলাল-রনি-সিয়া মিলে একটি প্লান করে। আবু জালাল আইপিএলকে হালকা সন্দেহ করেছিলো তাই তার লোক আইপিএল যে পুলিশের গাড়ি দিয়ে যাচ্ছিলো তার পিছু পিছু যাচ্ছে। তো প্লান অনুযায়ী তারা একটি রেস্টুরেন্টে যায়। তাদের পিছু পিছু আবু জালালের লোকরাও চলে আসে। সেখানে রনিরা কাওবা (এক প্রকার পানীয়) খায়। ব্যাপারটা গুন্ডারা আবু জালালকে জানিয়ে দেয়। তার সন্দেহ আরোও বেড়ে যায়। এবার রনি কিছু না বলেই আইপিএলের হাতে কিছু টাকা গুজে দিয়ে চলে যায়। ব্যাপারটা আবু জালালকে জানালে আবু জালাল বুঝে যে আইপিএল বিশ্বাসঘাতক। আবু জালাল গুন্ডাদের আইপিএলকে মেরে ফেলতে বলে। রনিরা তাকে বাচায়। আইপিএল রাগ করে আবু জালালের সব কান্ডকারখানা তাদের বলে দেয়। কোথায় লোকদের বন্দি বানিয়ে রাখে তাও বলে দেয়। তাদের প্লান সফল হয়।আইপিএল আরোও জানায় আজকে একটা ভবন ধ্বংংস করবে আবু জালাল। হাফিজাও তার বাচ্চার প্রাণের বিনিময়ে আসিফ এই কাজ করতে রাজি হয়েছে। সিয়া আর বিলাল ঘটনস্থলে পৌছে। আসিফ সিয়াকে সেখানে দেখে হতবাক হয়ে যায়। সিয়া-বিলাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রনি গিয়ে আবু জালালের লোকদের সাথে এক বিশাল যুদ্ধ করে। সিয়া ও বিলাল ঘটনাস্থালে আসে। একসময়ে রনি বন্দিদের আস্তানা খুজে পায়। সেখানে গিয়ে রনি ভিক্রমকে খুজে পায়। এসময়ে রনি ও আবু জালালের মাঝে কথোপকথন হয়। নিচে তার এক অংশ দেয়া হলোঃ

""Abu Jalal: le jaa apne bhai ko. Bandh karo yeh pagalpan (fighting)

Ronnie: Bhai ke saath baki bhai ko bhi.

Abu Jalal: Ok. Le jaa hindustaniyo ko.

Ronnie: lagta hain tune thik se suna nehi, bhai ke saath baki bhaiyo ko bhi.

Abu Jalal: Thats Pakistan. Tomhara dusman.

Ronnie: Dusman toh sabka ekiiii hain. Tu.""

এদিকে গোপনে আবু জালালের লোকরা সিয়াকে আটক করে ফেলে। রনি সিয়াকে বাচাতে গিয়ে আবু জালালের লোকরা রনিকে খুব মারে ও সে বেহুশ হয়ে যায়। এই দৃশ্য ভিক্রম সহ্য করতে পারে না। ঠিক সে সময়ে তার মানষিকভাবে পরিবর্তন আসে। সে অনেক হিংস্র হয়ে যায়। একে একে সব গুন্ডাদের মেরে ফেলে। আবু জালালকেও সে মেরে ফেলে৷

এই হলো সিনেমার কাহিনি। রনির অত্যন্ত সুন্দর একটি সংলাপ দিয়ে সিনেমাটি শেষ হয়। নিচে তা দেয়া হলোঃ

""Log rishto mein haadii par karte hain. Lekin mera ek esa rishta tha, jiske liye maine sarhadii par kar di. Kiyu ki hum insaan se aur kya chahte hain.yhi na. Ki hamare apne hamesha mehfuj rahe. Unpe ek anch aati hain toh... Toh hamare jaan nikal jaati hain. Chot unhi lagti aur dard hume hota hain. Hum kisi bhi jaat dharam ya desh ke ho, hamare riti riwaz alag ho, lekin hum hain toh insanhi. Hum sabke rago mein khun ekii hota hain. Hamare jasbaat ek hote hain. Ehsaas bhi ek hota hain. Aur jab koi hamare jasbaato ke saath khelta hain, toh mere jasa har ek am insaan ye nhi dekhega ki dusman 10 hain, hazar ya puri duniya. Woh bas yehi bolega ki aagar mere ghar walo pe mar jaye, toh main duniya ko tabah kar dunga. Mere tarah woh bhi baaghi ban jayega..... Aagar apne baba ke diye wade ko pura karne ki liye kisi bhi haad ko par kar dena baaghipan hain, toh main baaghi hu. Aagar apne bhai ki jaan bachane ki liye apni jaan bhi khel Jana baaghipan han, toh main baaghi hu. Aur hamesha baaghiii rahunga""

অভিনয় সম্পাদনা

প্রযোজনা সম্পাদনা

চলচ্চিত্রটির প্রোযোজক ১৯ ডিসেম্বর ২০১৮ ঘোষণা করেন টাইগার শ্রফ কে নিয়ে নাদিয়াদয়ালা প্রযোজনা সংস্থার ব্যানারে চলচ্চিত্রটি মুক্তি পাবার ঘোষণা করার জন্য টুইটার এ একটি টিজার পোস্টার ছেড়ে দেয় তাদের অ্যাকাউন্ট থেকে। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি শ্রদ্ধা কাপুরকে টাইগার শ্রফের বিপরীতে লীড রোলে স্বাক্ষর করা হয়েছিল। জুনে ঘোষণা করা হয়েছিল যে রিতেশ দেশমুখ চলচ্চিত্রটিতে কাস্টে যোগ দিয়েছেন। আগস্ট ২০১৯-এ ঘোষণা করা হয়েছিল যে চলচ্চিত্রটির শুটিং মরক্কো, মিশর, সার্বিয়া এবং তুরস্কে অনুষ্ঠিত হবে ।

চিত্রগ্রহণের প্রথম ভাগটি ১২ই সেপ্টেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হয়েছিল এবং ২০১৯-অক্টোবরের দিকে গড়িয়ে পড়ে। সেপ্টেম্বরের শেষের দিকে, অঙ্কিত লোখণ্ডে কাপুরের বোন হিসাবে অভিনেতায় যুক্ত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BAAGHI MOVIE REVIEW"টাইমস অফ ইন্ডিয়া। ১৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা