বাক
প্রদত্ত মহিলা নাম
বাক (সংস্কৃত: वाच्, vāc) হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ "কথা বলা", যা vac- "বচ্-" ধাতু মূল থেকে উৎপন্ন।[১] সংস্কৃত ব্যাকরণের নিয়মানুসারে, বাক শব্দটি নামপদ একবচনে ব্যবহৃত হয়।
ব্যক্তিবিশেষে, বাক হলেন একজন বৈদিক দেবী, বাচন রূপে। তিনি কবি ও দার্শনিকদের অনুপ্রেরণা যোগান, তিনি যাদের ভালোবাসেন তাদের ভাষা ও শক্তি প্রদান করেন, তাঁকে "বেদসমূহের মাতা" এবং ঐতরেয় আরণ্যকে ইন্দ্রের সঙ্গিনী হিসেবে পরিচিতি দেওয়া হয়।[২] অন্যত্র, যেমন পদ্মপুরাণে, তিনি দর্শন (কশ্যপ)-এর পত্নী, আবেগসমূহের মাতা, এবং সংগীতজ্ঞদের বন্ধু (গন্ধর্ব) হিসাবে উল্লেখিত হয়েছেন।[২]
পরে হিন্দু ঐতিহ্যের উত্তর-বৈদিক পুঁথিসমূহে এবং পরবর্তী বৈদিক সাহিত্যে দেবী সরস্বতী হিসেবে চিহ্নিত করা হয়। হিন্দুধর্মে সরস্বতী একজন তাৎপর্যযুক্ত ও শ্রদ্ধেয় দেবীরূপে রয়েছেন।[৩]
ঋগ্বেদেসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Definition of Vāc
- ↑ ক খ The Myths and Gods of India, Alain Daniélou, pages 260-261
- ↑ David Kinsley (১৯৮৭)। Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition। Motilal Banarsidass। পৃষ্ঠা 55, 222। আইএসবিএন 978-81-208-0394-7।
আরও পড়ুনসম্পাদনা
- Dictionary of Hindu Lore and Legend (আইএসবিএন ০৫০০৫১০৮৮১) by Anna Dhallapiccola
- Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions (আইএসবিএন ৮১২০৮০৩৭৯৫) by David Kinsley
- Nicholas Kazanas, Vedic Vāc and Greek logos as creative power: a critical study 2009