বাইতুল আমান জামে মসজিদ

বাংলাদেশের মসজিদ

বাইতুল আমান জামে মসজিদ (এছাড়াও গুঠিয়া মসজিদ নামেও পরিচিত) বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত।[১] এখানে ২০ হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ্ ময়দান রয়েছে। চাংগুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ এটির নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটির উচ্চতা প্রায় ১৯৩ ফুট।

বাইতুল আমান জামে মসজিদ
Guthia Mosque 16.jpg
বাইতুল আমান জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যহানাফি
মালিকানাএস. সরফুদ্দিন আহম্মেদ
অবস্থান
অবস্থানউজিরপুর উপজেলা, বরিশাল
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক
প্রতিষ্ঠার তারিখ১৬ ডিসেম্বর, ২০০৩
নির্মাণ ব্যয়২০ কোটি টাকা
নির্দিষ্টকরণ
ধারণক্ষমতাআনুমানিক ২০,০০০
গম্বুজসমূহ২০
মিনার
মিনারের উচ্চতা৫৮ মি (১৯০ ফু)
উপাদানসমূহমার্বেল পাথর

ইতিহাসসম্পাদনা

এস. সরফুদ্দিন আহম্মেদ গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ-এর নির্মাণ কার্যক্রম শুরু করেন (১৬ ডিসেম্বর ২০০৩)। মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয় (২০০৬)। এবং গুঠিয়ার নামেই ৮ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে।[২][৩]

অবস্থানসম্পাদনা

গুটিয়া মসজিদ নামে খ্যাত এই মসজিদটি উজিরপুর উপজেলার গুঠিয়ার চাংগুরিয়া গ্রামে অবস্থিত।

স্থাপত্যশৈলীসম্পাদনা

১৪ একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নমানের কাঁচ, ফ্রেম, বোস স্পিকার। এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ্ ময়দান, দিঘি, এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুরসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। একটি হ্যালিপেডও রয়েছে। 

চিত্রশালাসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "অনন্য সুন্দর উজিরপুরে বায়তুল আমান জামে মসজিদ"দৈনিক আমার দেশ। ১১ জুলাই ২০১৫। ১৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৬ 
  2. "নয়নকাড়া 'গুটিয়া মসজিদ'"Global post24। জুলাই ২৪, ২০১৬। ২০১৬-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১১ 
  3. মসজিদ "গুঠিয়া মসজিদ" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]