সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা

বাংলাদেশের প্রথম নার্সিং কলেজ
(বাংলাদেশ সেবা মহাবিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)

সেবা মহাবিদ্যালয় বা কলেজ অব নার্সিং হলো বাংলাদেশের প্রথম নার্সিং কলেজ।[১] কলেজটি মহাখালী, ঢাকায়, অবস্থিত।[২][৩] দেশের যে-কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ যে-কোনো প্রার্থী এই মহাবিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হতে পারে। তবে অবশ্যই পেশাগত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি বছর এখানে ১২০ জন বাংলাদেশী ও বিদেশী ছাত্রছাত্রী ভর্তি করা হয়।[৪]

সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা
গঠিত১৯৭০; ৫৪ বছর আগে (1970)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bnmc.gov.bd
সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা

ইতিহাস

সম্পাদনা

সেবা মহাবিদ্যালয় ১৯৭০ সালে ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠিত হয়েছিলো। ১৯৭৮ সালে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্নে এই কলেজে ডিপ্লোমা-ইন-নার্সিং প্রোগ্রাম চালু ছিলো। ৮০ দশক থেকে ডিপ্লোমা (নার্সিং) প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দু'বছর মেয়াদি দুটি বি.এসসি কোর্স চালু আছে একটি নার্সিং-এ, অন্যটি পাবলিক হেলথ নার্সিং-এ।[৫][২]

অবকাঠামো

সম্পাদনা

সেবা মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে জার্নাল ও বইয়ের পরিমাণ প্রায় পাঁচ সহস্রাধিক। ছাত্রীদের জন্য প্রায় দেড়শতাধিক আসনের দুটি ও ছাত্রদের জন্য একটি হোস্টেলের ব্যবস্থা আছে। প্রত্যেক ছাত্রছাত্রী সরকার থেকে মাসিক হারে ভাতা পেয়ে থাকে।[৬][২]

আরও দেখুন

সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা সম্পর্কিত মিডিয়া দেখুন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Welcome to Directorate General of Nursing and Midwifery"। ২০২৪-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. বায়েজীদ আকতার (২০১২)। "বাংলাদেশ সেবা মহাবিদ্যালয়"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "Poor attention leads to quality dip"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ জুলাই ২০০৮। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  4. "নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ"। ২০২৩-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "মহাখালী নার্সিং কলেজের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত"। ২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪ 
  6. "স্বাস্থ্যখাতের অর্জনে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি: স্বাস্থ্যমন্ত্রী"banglanews24.com। ৯ নভেম্বর ২০২৩। ১৫ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪