রাজশাহী নার্সিং কলেজ

নার্সিং শিক্ষা মহাবিদ্যালয়

রাজশাহী নার্সিং কলেজ রাজশাহী শহরে অবস্থিত একটি নার্সিং শিক্ষা মহাবিদ্যালয়। এটি রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থিত এবং রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত।[]

রাজশাহী নার্সিং কলেজ
রাজশাহী নার্সিং কলেজ এর লোগো
নীতিবাক্যশিক্ষা - স্বাস্থ্য - সেবা
প্রতিষ্ঠিত২০০৭
প্রাক্তন নামসেবিকা প্রশিক্ষণ কেন্দ্র
সেবা ইনষ্টিটিউট
অবস্থান
রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস
,
রাজশাহী
,
বাংলাদেশ

ইতিহাস

সম্পাদনা

১৯৬১ সালের ১৭ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র ১ম ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে ইহার নাম সেবা ইনষ্টিটিউট এবং ২০০৭ সাল হতে নার্সিং কলেজ চালু হয়েছে। বাংলাদেশে সরকারী পর্যায়ে বেসিক বিএসসি নার্সিং কলেজ ২০ টি। এদের মধ্যে রাজশাহী নার্সিং কলেজ অন্যতম।[]

কোর্সসমূহ

সম্পাদনা

এই নার্সিং কলেজ ৪ বছর মেয়াদী বি.এস.সি ইন নার্সিং কোর্স ও ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স এবং ২ বছর মেয়াদী পোস্ট বেসিক বি.এসসি. কোর্স চালু রয়েছে। যাদের ভর্তি হতে যোগ্যতা লাগে বি.এস.সি নার্সিং এর ক্ষেত্রে এইচ.এস.সি (বিজ্ঞান) ও ডিপ্লেমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য যে কোনো বিষয়ে এইচ.এস.সি পাশ, এবং পোস্ট বেসিক বি.এসসি. এর ক্ষেত্রে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সমপন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা ক্রমানুসারে ভর্তি হতে হয়। প্রতি বৎসর ১০০ জন বি.এস.সি নার্সিং এবং ৫০ জন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (শুধু মেয়ে) এবং ২৫ জন পোস্ট বেসিক বি.এসসি. কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়ে থাকে। এর মধ্যে ১০% পুরুষ ছাত্র।[]

 
রাজশাহী নার্সিং কলেজ এর একাডেমিক ভবন
 
রাজশাহী নার্সিং কলেজ এর বাগান
 
রাজশাহী নার্সিং কলেজ এর পুরাতন ভবন

আবাসিক ব্যবস্থা

সম্পাদনা

ছাত্র-ছাত্রীদের আবাসিক সুবিধা ব্যবস্থা আছে।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "- Affiliated Colleges & Institutions"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬ 
  2. "ক্যারিয়ার গড়ুন নার্সিং পেশায়"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬ 
  3. "রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী - My Nursing (BD)"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২