বাংলাদেশ জুডো ফেডারেশন

বাংলাদেশ জুডো ফেডারেশন বাংলাদেশে জুডোর জাতীয় ফেডারেশন। এটি বাংলাদেশে জুডো খেলা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত।

বাংলাদেশ জুডো ফেডারেশন
বাংলাদেশ জুডো ফেডারেশনের লোগ
গঠিত১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস সম্পাদনা

উপমহাদেশ এই খেলাটি তেমন জনপ্রিয় না হলেও স্বাধীনতার পর বাংলাদেশে জুডো ফেডারেশন ১৯৭২ সালে বাংলাদেশ জুডো এবং কারাতে ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] ২০০১ সালে, বাংলাদেশ জুডো এবং কারাতে ফেডারেশন দুটি আলাদা করা হয়। বাংলাদেশ জুডো ফেডারেশন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ দ্বারা বিভক্ত হয়েছিল।[২] ২০২০ সালের ১৪ মার্চ জাপান জুডো ফেডারেশন বাংলাদেশ জুডো ফেডারেশনকে সরঞ্জাম দান করে।[৩]

২০১৯ সালে, বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের, সাধারণ সম্পাদক একেএম সেলিমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এর ফলে জাতীয় ক্রীড়া পরিষদ তার বিরুদ্ধে তদন্তে নেমেছিল।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. গোফরান ফারুকী (২০১২)। "কারাতে"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. Rahman, Anisur (৬ ডিসেম্বর ২০১৯)। "Blooming in the dark"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  3. "Japan donates 141 Judo mats to Bangladesh"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  4. "BJF investigation proceeds at snail's pace"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০