বাংলাদেশ ক্যারম ফেডারেশন

বাংলাদেশ ক্যারম ফেডারেশন ক্যারমের জাতীয় ফেডারেশন এবং এই ফেডারেশনটি বাংলাদেশে ক্যারম ক্রীড়াটি পরিচালনা করে থাকে।[][] সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি।[]

বাংলাদেশ ক্যারম ফেডারেশন
গঠিত১৯৯০
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ ক্যারাম ফেডারেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৮ সালে, বাংলাদেশ ক্যারাম ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তহবিল গ্রহণ শুরু করে। এটি সরকারি মালিকানাধীন মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সদর দফতরের স্থানও পেয়েছিল। এটি এশিয়ান ক্যারাম কনফেডারেশন এবং আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশনের সদস্য।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Carrom championship begins in city"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০ 
  2. "Our Local Sports"theindependentbd.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০ 
  3. "Leveraging ICT"lict.gov.bd (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০ 
  4. শেখ আবদুস সালাম (২০১২)। "ক্যারম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743