বাংলাদেশ–লুক্সেমবুর্গ সম্পর্ক

(বাংলাদেশ-লুক্সেমবুর্গ সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ-লুক্সেমবুর্গের সম্পর্ক বলতে বাংলাদেশ এবং লুক্সেমবুর্গের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে বোঝায়। লুক্সেমবুর্গ ১৯৭২ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়।[১]

বাংলাদেশ-লুক্সেমবুর্গ সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Luxembourg অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

লুক্সেমবুর্গ

রাষ্ট্রীয় সফর সম্পাদনা

২০০৩ সালে লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচেস মারিয়া তেরেসা বাংলাদেশ সফর করেন, সেখানে তিনি একটি ইউনেস্কো প্রকল্প উদ্বোধন করেন।[২] সফরকালে তিনি লুক্সেমবার্গ আদালতের মার্শাল জঁ জাক কাসেল এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। [৩] তিনি পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন এবং লিঙ্গ সমতা, শিক্ষা, ক্ষুদ্রঋণ এবং টিকা দান নিয়ে আলোচনা করেন।[৪]

কূটনীতি সম্পাদনা

বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত লাক্সেমবার্গের স্বীকৃতিপ্রাপ্ত। [৫]

অর্থনৈতিক সহযোগিতা সম্পাদনা

বাংলাদেশ ও লুক্সেমবুর্গ দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের জন্য তাদের আগ্রহ দেখিয়েছে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। লুক্সেমবুর্গে বাংলাদেশী পণ্য প্রচারের জন্য বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কমার্স (বিবিসিসিএল) লুক্সেমবুর্গ নামে একটি সংস্থা রয়েছে।[৬]

দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রসারের পিছনে অন্যতম প্রধান বাধা হ'ল জার্মানি এবং বেলজিয়ামের মাধ্যমে লুক্সেমবুর্গে বাংলাদেশী পণ্য পরিবহনের জটিলতা যা পরিবহন ব্যয় বৃদ্ধি করে। [৭] বিশেষজ্ঞরা লুক্সেমবুর্গে বাংলাদেশী পণ্যের একটি হাব পয়েন্ট স্থাপনের উপর জোর দিয়েছেন। [৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. International Relations of Bangladesh and Bangabandhu Sheikh Mujibur Rahman: 1971-1973। Parama in association with UBS Publishers' Distributors, New Delhi। ১৯৯৯। পৃষ্ঠা xl। 
  2. UNESCO. Son Altesse Royale la Grande-Duchesse Maria Teresa de Luxembourg inaugure un projet de l’UNESCO au Bangladesh
  3. "Duchess of Luxembourg calls on President"। Organisation of Asia-Pacific News Agencies। ২৩ নভেম্বর ২০০৩। 
  4. "Bangladesh FM makes courtesy call on Grand Duchess of Luxembourg"। Organisation of Asia-Pacific News Agencies। ২৪ নভেম্বর ২০০৩। 
  5. "Duke Visit"। United News of Bangladesh Limited। ২৩ জুলাই ২০০৩। 
  6. "Luxembourg Chamber head visits CCCI"The Financial Express। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪ 
  7. "Bangladesh-Luxembourg Business Ties Stress on initiatives to dig out untapped trade potentials"Daily Sun। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪ 
  8. "Luxembourg can be hub for Bangladeshi products"The Independent। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪