বসুন্ধরা কাশ্যপ

ভারতীয় অভিনেত্রী এবং মডেল

বসুন্ধরা কাশ্যপ (জন্ম: ১৯ আগস্ট ১৯৮৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।

বসুন্ধরা কাশ্যপ
২০১২ সালে বসুন্ধরা কাশ্যপ
জন্ম
বসুন্ধরা

(1989-08-19) ১৯ আগস্ট ১৯৮৯ (বয়স ৩৫)
অন্যান্য নামআদিসায়া[][]
বসুন্ধরা চিয়েত্রা
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৬ – বর্তমান

কর্মজীবন

সম্পাদনা

বসুন্ধরার পিতা তামিলের অধিবাসী এবং তার মাতা মহারাষ্ট্রের অধিবাসী। তিনি ২০০৬ সালের তামিল চলচ্চিত্র ভট্টারাম-এ প্রথম অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে তিনি কালীপানী, জেয়ামকোন্দানপেরানমাই সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি মিস চেন্নাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং মিস ক্রিয়েটিভিটির মুকুট অর্জন করেছিলেন এবং মডেলিংকে তিনি পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। থেনমের্কু পরুভাকারত্রু-এর চিত্রগ্রহণের সময় তিনি নিজের নামটি বসুন্ধরা কাশ্যপ-এ পরিবর্তন করে নিয়েছিলেন।[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
  • সমস্ত চলচ্চিত্র তামিল ভাষায় রয়েছে, অন্যথায় যদি না উল্লেখ করা হয়।
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০৬ ভট্টরাম বীনা আদিসায়া হিসাবে কৃতিত্ব
২০০৭ উন্নালে উন্নালে ঝাঁসির বন্ধু ক্ষণিক চরিত্রাভিনয়
২০০৮ কালীপানী সমবেদনা আদিসায়া হিসাবে কৃতিত্ব
জেয়ামকোন্দান পুঙ্গোধাই
২০০৯ পেরানমাই কল্পনা
২০১০ থেনমের্কু পরুভাকারত্রু পেছি
২০১১ পোরালি মারি শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে অ্যাডিসন পুরস্কার
মনোনীত, শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে বিজয় পুরস্কার
২০১২ টুনিগা টুনিগা নিতু তেলুগু চলচ্চিত্র
২০১৩ সোন্না পুরিয়াথু অঞ্জলি
চিঠিরেইল নীলাচোরু
২০১৯ কান্নে কলাইমানী মুথুলক্ষ্মী
বাক্রিড গীতা
বুদ্ধন ইয়েসু গান্ধী নির্মাণাধীন
মাইকেলাগিয়া নান নির্মাণাধীন
বজগা বিবাসায়ি নির্মাণাধীন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Vasundhara in Mani Ratnam's film?"। IndiaGlitz। ২০০৮-০৯-০৯। ২০০৮-০৯-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫ 
  2. "Close shave for actress"। IndiaGlitz। ২০০৭-০৫-১৭। ২০০৭-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫ 
  3. "Vasundra in Mani Rathnam's films"। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১১ 
  4. Vijayakumar, Sindhu (২০০৯-১১-০৩)। "Vasundhara is in no hurry"The Times Of India। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা