বসুন্ধরা কাশ্যপ
ভারতীয় অভিনেত্রী এবং মডেল
বসুন্ধরা কাশ্যপ (জন্ম: ১৯ আগস্ট ১৯৮৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।
বসুন্ধরা কাশ্যপ | |
---|---|
জন্ম | বসুন্ধরা ১৯ আগস্ট ১৯৮৯ |
অন্যান্য নাম | আদিসায়া[১][২] বসুন্ধরা চিয়েত্রা |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৬ – বর্তমান |
কর্মজীবন
সম্পাদনাবসুন্ধরার পিতা তামিলের অধিবাসী এবং তার মাতা মহারাষ্ট্রের অধিবাসী। তিনি ২০০৬ সালের তামিল চলচ্চিত্র ভট্টারাম-এ প্রথম অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে তিনি কালীপানী, জেয়ামকোন্দান ও পেরানমাই সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি মিস চেন্নাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং মিস ক্রিয়েটিভিটির মুকুট অর্জন করেছিলেন এবং মডেলিংকে তিনি পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। থেনমের্কু পরুভাকারত্রু-এর চিত্রগ্রহণের সময় তিনি নিজের নামটি বসুন্ধরা কাশ্যপ-এ পরিবর্তন করে নিয়েছিলেন।[৩][৪]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- সমস্ত চলচ্চিত্র তামিল ভাষায় রয়েছে, অন্যথায় যদি না উল্লেখ করা হয়।
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৬ | ভট্টরাম | বীনা | আদিসায়া হিসাবে কৃতিত্ব |
২০০৭ | উন্নালে উন্নালে | ঝাঁসির বন্ধু | ক্ষণিক চরিত্রাভিনয় |
২০০৮ | কালীপানী | সমবেদনা | আদিসায়া হিসাবে কৃতিত্ব |
জেয়ামকোন্দান | পুঙ্গোধাই | ||
২০০৯ | পেরানমাই | কল্পনা | |
২০১০ | থেনমের্কু পরুভাকারত্রু | পেছি | |
২০১১ | পোরালি | মারি | শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে অ্যাডিসন পুরস্কার মনোনীত, শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে বিজয় পুরস্কার |
২০১২ | টুনিগা টুনিগা | নিতু | তেলুগু চলচ্চিত্র |
২০১৩ | সোন্না পুরিয়াথু | অঞ্জলি | |
চিঠিরেইল নীলাচোরু | |||
২০১৯ | কান্নে কলাইমানী | মুথুলক্ষ্মী | |
বাক্রিড | গীতা | ||
বুদ্ধন ইয়েসু গান্ধী | নির্মাণাধীন | ||
মাইকেলাগিয়া নান | নির্মাণাধীন | ||
বজগা বিবাসায়ি | নির্মাণাধীন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Vasundhara in Mani Ratnam's film?"। IndiaGlitz। ২০০৮-০৯-০৯। ২০০৮-০৯-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫।
- ↑ "Close shave for actress"। IndiaGlitz। ২০০৭-০৫-১৭। ২০০৭-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫।
- ↑ "Vasundra in Mani Rathnam's films"। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১১।
- ↑ Vijayakumar, Sindhu (২০০৯-১১-০৩)। "Vasundhara is in no hurry"। The Times Of India। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে বসুন্ধরা কাশ্যপ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বসুন্ধরা কাশ্যপ (ইংরেজি)