বসভ জয়ন্তী হল ভারতের কর্ণাটক রাজ্যের লিঙ্গায়েত সম্প্রদায় দ্বারা ঐতিহ্যগতভাবে পালিত একটি উৎসব। দিনটি দ্বাদশ শতকের কবি-দার্শনিক ও লিঙ্গায়েত ঐতিহ্যের প্রতিষ্ঠাতা সাধক বাসভন্নের জন্মদিনকে চিহ্নিত করে। দিনটি সমগ্র দক্ষিণ ভারতে প্রধানত কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে পালিত হয়। []

বসভন্ন জাতিভেদমুক্ত সমাজে বিশ্বাস করতেন যেখানে সবার জন্য সমান সুযোগ রয়েছে। তিনি অনুভব মন্তপ প্রতিষ্ঠা করেন যাতে লিঙ্গায়েত রহস্যবাদী, সাধু এবং দার্শনিক অন্তর্ভুক্ত ছিল। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Basava Jayanti celebrated"। The Hindu, Bangalore। মে ১৪, ২০১৩। সংগ্রহের তারিখ মে ২৪, ২০১৩ 
  2. Shiksha, Shruti (এপ্রিল ২৬, ২০২০)। "Basava Jayanti 2020: Know the significance of the day and how is it celebrated"Zee Media Bureau। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।