বসন্ত কুমার চট্টোপাধ্যায়

বসন্ত কুমার চট্টোপাধ্যায় (১৪ অক্টোবর ১৮৯০ - ১১ মে ১৯৫৯)[১] ছিলেন বিশ শতকের প্রথমার্ধে বাংলার একজন বিশিষ্ট কবি।

বসন্ত কুমার চট্টোপাধ্যায়
জন্ম(১৮৯০-১০-১৪)১৪ অক্টোবর ১৮৯০
কাটোয়া বর্ধমান ব্রিটিশ ভারত (বর্তমানে পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ)
মৃত্যু১১ মে ১৯৫৯(1959-05-11) (বয়স ৬৮)
ভাষাবাংলা
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯৪৭ -১৯৪৭)
ভারতীয় (১৯৪৭ - ১৯৫৯)

বসন্তকুমার চট্টোপাধ্যায়ের জন্ম ১৮৯০ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর অবিভক্ত বাংলার অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। ব্রাহ্মসমাজের সুপ্রসিদ্ধ গায়ক বিষ্ণুরাম চট্টোপাধ্যায় ছিলেন তার পিতামহ।[১] জগদিন্দ্রনাথ রায় ও কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পাদিত মানসী ও মর্মবাণী পত্রিকার বিশিষ্ট লেখক ছিলেন বসন্তকুমার। [২] বিশ শতকের প্রথমদিকে কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক ইত্যাদি রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে, তিনি মূলত কবি হিসাবেই বেশি পরিচিতি লাভ করেন। "দীপালি" ও "মহিলা" পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতিও ছিলেন তিনি। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিশোর সাহিত্য, জীবনী প্রভৃতি বিবিধ বিষয়ের প্রায় চল্লিশটি গ্রন্থ রচনা করেছেন। [১] উল্লেখযোগ্য রচিত গ্রন্থগুলি হল—

কাব্যগ্রন্থ—
  • মন্দিরা (১৯১৩)
  • খঞ্জনা (১৯১৪)
  • সপ্তস্বরা (১৯১৪)
  • পত্রচিত্র (১৯২২)
ছোটগল্প—
  • গল্পমাল্য (১৯১৭)
  • শাপমুক্তি (১৯২৫)
  • পঙ্কজিনী (১৯২৭)
উপন্যাস—
  • সুনীতি (১৯১১)
  • সুরেশের শিক্ষা (১৯১২)
নাটক—
  • মীরাবাঈ (১৯১১)
  • সতী (১৯২৯)
প্রবন্ধ সংকলন—
  • সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৪২, ২য় খণ্ড ১৯৪৩)
  • সাহিত্যিকা (১৯৪৫)

[২]

জীবনকথা—
  • জ্যোতিরিন্দ্রনাথের জীবন-স্মৃতি (১৯১৯), শিশির পাবলিশিং হাউস, কলকাতা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৫৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ১৪০। আইএসবিএন 978-81-7955-007-9