বশির হামফ্রিস
বশির হামফ্রিস (ইংরেজি: Bashir Humphreys; জন্ম: ১৫ মার্চ ২০০৩) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ২. বুন্দেসলিগার ক্লাব পাডারবর্নের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩][৪] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৫ মার্চ ২০০৩ | ||
জন্ম স্থান | এক্সিটার, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
পাডারবর্ন (চেলসি হতে ধারে) | ||
জার্সি নম্বর | ৪২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪৭, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৯ সালে, হামফ্রিস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবশির হামফ্রিস ২০০৩ সালের ১৫ই মার্চ তারিখে ইংল্যান্ডের এক্সিটারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাহামফ্রিস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১২ ম্যাচে অংশগ্রহণ এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Men – Team – Chelsea Football Club" [পুরুষ – দল – চেলসি ফুটবল ক্লাব]। chelseafc.com (ইংরেজি ভাষায়)। চেলসি ফুটবল ক্লাব। ১৫ জুন ২০২২। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩।
- ↑ "Chelsea FC Squad Information 2022/2023" [চেলসি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ জুলাই ২০১৬। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩।
- ↑ "Mannschaft - Profis - Teams"। SC Paderborn 07 (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩।
- ↑ "SC Paderborn 07 - Club"। bundesliga.com - the official Bundesliga website। ৩১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে বশির হামফ্রিস (ইংরেজি)
- সকারবেসে বশির হামফ্রিস (ইংরেজি)
- বিডিফুটবলে বশির হামফ্রিস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে বশির হামফ্রিস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে বশির হামফ্রিস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে বশির হামফ্রিস (ইংরেজি)