স্পোর্টস ক্লাব পাডারবর্ন ০৭
স্পোর্ট-ক্লাব পাডারবর্ন ০৭ ইভি (সাধারণত এসসি পাডারবর্ন ০৭ উচ্চারণ [ʔɛs t͡seː paːdɐˈbɔʁn nʊl ziːbm̩] অথবা এসসি পাডারবর্ন নামে পরিচিত) হচ্ছে পাডারবর্ন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির দ্বিতীয় স্তরের ফুটবল লীগ ২. বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসসি পাডারবর্ন ০৭ তাদের সকল হোম ম্যাচ পাডারবর্নের বেন্টেলার-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্টেফেন বাউমগার্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ম্যাট ভিকেরি। জার্মান মধ্যমাঠের খেলোয়াড় সেবাস্টিয়ান শোনলাউ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | স্পোর্ট-ক্লাব পাডারবর্ন ০৭ ইভি | |||
---|---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯০৭[১] | |||
মাঠ | বেন্টেলার-এরিনা | |||
ধারণক্ষমতা | ১৫,০০০ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | ২. বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ১৮তম (অবনমিত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Über Fusionen zur Einheit"। SCP07.de। ২৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে স্পোর্টস ক্লাব পাডারবর্ন ০৭ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (জার্মান)