বলভদ্র নদী

বাংলাদেশের নদী
(বলভদ্রা নদী থেকে পুনর্নির্দেশিত)

বলভদ্র নদী বা লংগন নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়াহবিগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার, গড় প্রস্থ ৫৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বলভদ্র নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ২০।[]

বলভদ্র নদী
লংগন নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল চট্টগ্রাম বিভাগ
জেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া জেলা, হবিগঞ্জ জেলা
উৎস সাতিয়ান ইউনিয়নের বিলাঞ্চল
মোহনা মেঘনা নদী
দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার (২৪ মাইল)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৩১০-৩১১। আইএসবিএন 984-70120-0436-4