বর্ডার গার্ড বাংলাদেশের সরঞ্জামের তালিকা
এই নিবন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ব্যবহৃত সরঞ্জামের তালিকা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ছোটো অস্ত্র, যানবাহন, জাহাজ এবং বিমান।
বর্ডার গার্ড বাংলাদেশের সরঞ্জামের তালিকা | |
---|---|
পোশাক-পরিচ্ছদ
সম্পাদনানাম | ছবি | ধরন | উৎপত্তি | নোট |
---|---|---|---|---|
বি-৩০১ | কমব্যাট বুট | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | |
বি-৩০৫ | কমব্যাট বুট | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | |
বি-৩০৬ | কমব্যাট বুট | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | |
কেভলার ভেস্ট | বুলেটপ্রুফ ভেস্ট | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | |
লেভেল-২/৩ ব্যালিস্টিক ভেস্ট | বুলেটপ্রুফ ভেস্ট | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | |
স্পেকট্রা হেলমেট | কম্ব্যাট হেলমেট | ফ্রান্স | বর্ডার গার্ড বাংলাদেশের আধুনিকায়নের আওতায় প্রতিটি সদস্যের জন্য এই হেলমেট বরাদ্দ করা হয়েছে। | |
এম-১ হেলমেট | কম্ব্যাট হেলমেট | মার্কিন যুক্তরাষ্ট্র | সর্বাধিক ব্যবহৃত কম্ব্যাট হেলমেট। তবে ধীরে ধীরে প্রতিস্থাপিত করা হচ্ছে। |
কমিউনিকেশন সিস্টেম
সম্পাদনানাম | ছবি | ধরন | উৎপত্তি | সংখ্যা | নোট |
---|---|---|---|---|---|
কোডান-২১১০এম | ম্যানপ্যাক রেডিও | অস্ট্রেলিয়া | ২০০টি | ||
পিআরসি-২০৯০ | ম্যানপ্যাক রেডিও | অস্ট্রেলিয়া | |||
পিআরসি-২০৮০ | [১] | ম্যানপ্যাক রেডিও | অস্ট্রেলিয়া | [২] | |
ভিএইচএফ-৯০এম | ম্যানপ্যাক রেডিও | অস্ট্রেলিয়া |
ক্ষুদ্রাস্ত্র
সম্পাদনানাম | ছবি | ক্যালিবার | ধরন | উৎস | টীকা |
---|---|---|---|---|---|
পিস্তল | |||||
ব্রাউনিং হাই পাওয়ার | ৯×১৯মিমি প্যারাবেলাম | অর্ধ-স্বয়ংক্রিয় পিস্তল | বেলজিয়াম | ||
গ্লক ১৭ | ৯×১৯মিমি প্যারাবেলাম | অর্ধ-স্বয়ংক্রিয় পিস্তল | অস্ট্রিয়া | ||
সিজেদ-৭৫ | ৯×১৯মিমি প্যারাবেলাম | অর্ধ-স্বয়ংক্রিয় পিস্তল | চেক প্রজাতন্ত্র | ||
টাইপ ৯২ | ৯×১৯মিমি প্যারাবেলাম | আধা-স্বয়ংক্রিয় পিস্তল | গণচীন | ||
আধা-স্বয়ংক্রিয় কারবাইন | |||||
টাইপ ৫৬ কারবাইন | ৭.৬২×৩৯ মিমি | আধা-স্বয়ংক্রিয় কারবাইন | গণচীন | এসকেএস এর চীনা সংস্করণ[৩] | |
অ্যাসল্ট রাইফেল | |||||
বিডি-০৮ | ৭.৬২×৩৯ মিমি | অ্যাসল্ট রাইফেল | বাংলাদেশ | ||
টাইপ-৫৬ | ৭.৬২×৩৯ মিমি | অ্যাসল্ট রাইফেল | বাংলাদেশ | গণচীনের নির্মিত টাইপ-৫৬ রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হয়। | |
স্নাইপার রাইফেল | |||||
টাইপ ৮৫ | ৭.৬২×৫৪ মিমিআর | স্নাইপার রাইফেল | গণচীন | ড্রাগোনোভ এসভিডি এর চীনা সংস্করণ। | |
মেশিনগান | |||||
আরপিডি | ৭.৬২×৩৯ মিমি | স্কোয়াড স্বয়ংক্রিয় অস্ত্র | রাশিয়া | ||
বিডি-১৪ | ৭.৬২×৩৯ মিমি | স্কোয়াড স্বয়ংক্রিয় অস্ত্র | বাংলাদেশ | বাংলাদেশে উৎপাদিত বিডি-০৮ রাইফেলের মেশিনগান সংস্করণ। | |
বিডি-১৫ | ৭.৬২×৩৯ মিমি | মাঝারি মেশিনগান | বাংলাদেশ | গণচীনের নির্মিত টাইপ-৮০ রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হয়। | |
টাইপ-৬৭ | ৭.৬২×৫৪ মিমি | মাঝারি মেশিনগান | গণচীন | ||
রেইনমেটাল এমজি ৩ | ৭.৬২×৫১ ন্যাটো | মাঝারি মেশিনগান | জার্মানি | ||
টাইপ-৫৪ | ১২.৭×১০৮ মিমি | ভারি মেশিনগান | গণচীন | ||
গ্রেনেড | |||||
আর্জেস-৮৪বিডি | ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড | বাংলাদেশ | বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক উৎপাদিত। |
মর্টার
সম্পাদনানাম | ছবি | ক্যালিবার | উৎস | সংখ্যা | টীকা |
---|---|---|---|---|---|
টাইপ৬৩-১ | ৬০ মিমি | গণচীন | অজানা | ||
বিওএফ ২৬-১ | ৬০ মিমি | বাংলাদেশ | ৮৭০টি | বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক উৎপাদিত। | |
বিওএফ | ৮২ মিমি | বাংলাদেশ | ১২০০টি | বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক উৎপাদিত। |
ট্যাংক বিধ্বংসী অস্ত্র
সম্পাদনানাম | ছবি | ক্যালিবার | উৎস | সংখ্যা | টীকা |
---|---|---|---|---|---|
এম-২০ | ৭৫ মিমি | মার্কিন যুক্তরাষ্ট্র | অজানা | ||
টাইপ-৬৯ | ৪০ মিমি | গণচীন | অজানা | ||
আরকে-৩কোর্সার | ১০৭ মিমি | ইউক্রেন | অজানা |
সাজোয়া যান
সম্পাদনানাম | ছবি | টাইপ | উৎস | সংখ্যা | টীকা |
---|---|---|---|---|---|
কার্জ স্পার্টান | এপিসি | ইউক্রেন | ১২টি | ২০২০সালে সংযোজিত হয়। | |
অটোকার আকরেপ | [৪] | এপিসি | তুরস্ক | ২৮টি | ২০০৭সালে সংযোজিত হয়। |
রায়ট কন্ট্রোল ভেহিকেল | ইউক্রেন | ১০টি | ২০২০সালে সংযোজিত হয়। |
আকাশযান
সম্পাদনানাম | ছবি | ধরন | সংখ্যা | উৎস | টীকা |
---|---|---|---|---|---|
এমআই-১৭১ই | হেলিকপ্টার | ০২টি | রাশিয়া | সর্বমোট ২ টি ক্রয় করা হয়েছে[৫][৬][৭] |
জলযান
সম্পাদনানাম | ছবি | ধরন | সংখ্যা | উৎস | টীকা |
---|---|---|---|---|---|
বিজিবি শাহাজালাল | উপকূলীয় পেট্রোল ভ্যাসেল | ০১টি | বাংলাদেশ | ||
সিলভারক্রাফট-৪০ | [৮] | হাই স্পিড ইন্টারসেপ্টর ভেসেল | ০৪টি | বাংলাদেশ | |
ওয়াইপিএফ-৩৭ | [৯] | হাই স্পিড পেট্রোল ভ্যাসেল | ৫০টি | বাংলাদেশ | ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত। |
এমএফজি-৩৩ এক্সএলসি | [১০] | হাই স্পিড পেট্রোল বোট | ৫০টি | বাংলাদেশ | ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত। |
এমএফজি-২৩সি | [১১] | হাই স্পিড পেট্রোল বোট | ১০০টি | বাংলাদেশ | ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত। |
এমএফজি-৩৬
এক্সএলসি |
হাই স্পিড পেট্রোল বোট | অজানা সংখ্যক | বাংলাদেশ | ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত। | |
ভাসমান সীমান্ত ফাঁড়ি | [১২] | সীমান্ত ফাঁড়ি | ০২টি | বাংলাদেশ | |
বিভিন্ন প্রকার পেট্রোল ভ্যাসেল | পেট্রোল ভ্যাসেল | ৩০০টি | বাংলাদেশ |
সহায়ক যানবাহন
সম্পাদনানাম | ছবি | ধরন | উৎপত্তি | পরিমাণ | টীকা |
---|---|---|---|---|---|
টয়োটা ল্যান্ড ক্রুজার | স্টাফ গাড়ি | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | ||
ল্যান্ড রোভার ডিফেন্ডার | স্টাফ গাড়ি | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | ||
মিতসুবিশি ল্যান্সার এক্স | স্টাফ গাড়ি | জাপান | |||
নিসান পেট্রোল | স্টাফ গাড়ি | জাপান | |||
হ্যাভাল এইচ২ | স্টাফ গাড়ি | গণচীন | |||
টয়োটা ল্যান্ড ক্রুজার ৭০ | উপযোগ বাহন | বাংলাদেশ | বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত। | ||
মিতসুবিশি এল-২০০ | উপযোগ বাহন | জাপান | ২০০টি | ||
ইসুজু ডি-ম্যাক্স | উপযোগ বাহন | জাপান | ৩২০টি | ||
টয়োটা হিলাক্স | উপযোগ বাহন | জাপান | ২৭০টি | ||
কামাজ-৪৩২৬ | পরিবহন ট্রাক | রাশিয়া | ৩৬০টি | ||
ইসুজু এফএসএস | পরিবহন ট্রাক | জাপান | ৮০০টি | ||
পোলারিস এটিভি | অল ট্রেইন ভেহিকেল | মার্কিন যুক্তরাষ্ট্র | ১২০টি | ||
বিভিন্ন ধরনের মোটরসাইকেল | ১২০০টি | টহল কাজে ব্যবহৃত হয়। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "PRC-2080+"। Barrett Communications (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১।
- ↑ "Barrett Communications awarded US$ 11.5 million contract to the Bangladesh Army 52610161 | October 2016 Global Defense Security news industry | Defense Security global news industry army 2016 | Archive News year"। www.armyrecognition.com। ২০২১-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১।
- ↑ "Small Arms Factory"। Bangladesh Ordnance Factory। ১ নভেম্বর ২০২০।
- ↑ "http://anadoluturkhaber.net/uploadedfiles/Turkish-Police-Detain-11-Suspected-ISIL-Militants-In-Istanbul-37372.1029693813.jpg-এর জন্য Google ছবি সার্চের ফলাফল"। www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৮।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "PM declares BGB a three-dimensional force"। The Daily Star। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০।
- ↑ "Russian copters to turn BGB into 3-dimensional force"। The Independent। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০।
- ↑ "Mil Mi-171E, Bangladesh - Border Guard Bangladesh (BGB)"। Jet Photos। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০।
- ↑ "BGB introduces high-speed interceptor vessels"। Dhaka Tribune। ২০২০-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।
- ↑ "Koushik Debnath"। m.facebook.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।
- ↑ "Yamaha Marine Bangladesh - BF International Limited, 204 Shahid Syed Nazrul Islam Sarani (89, Bijoynaagar), Dhaka (2021)"। www.findglocal.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।
- ↑ "Yamaha Marine Bangladesh - BF International Limited"। www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১৩।
- ↑ "বিজিবি মহাপরিচালক মহোদয়ের ভাসমান বিওপি পরিদর্শন"।