বনপাড়া পৌরসভা
বনপাড়া বাংলাদেশ এর পশ্চিম দিকের নাটোর জেলা এর বড়াইগ্রাম উপজেলায় অবস্থিত একটি পৌরসভা (পৌর কর্পোরেশন) এবং পৌর শহর।[১]
বনপাড়া পৌরসভা | |
---|---|
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
উপজেলা | বড়াইগ্রাম উপজেলা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | বনপাড়া পৌরসভা |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
দেশের টেলিফোন কোড | +৮৮০ |
ইতিহাস
সম্পাদনা১৯২০ সালের শেষের দিকে ভাওয়াল অঞ্চলের ক্যাথলিক খ্রীষ্টান মিশনারীরা বন-জঙ্গল সাফ করে মনুষ্য বসতি স্থাপন করে। প্রচুর পরিমান বন-জঙ্গল থাকার কারণে এর নাম বনপাড়া [২] রাখা হয়। প্রথম দিকে শুধু খ্রীষ্টধর্মাবলম্বীরা এই এলাকায় বাস শুরু করলেও আস্তে আস্তে অন্য ধর্মাবলম্বীরাও এখানে আসতে থাকে। বর্তমানে এখানে সকল ধর্মাবলম্বীদেরই দেখা পাওয়া যায়।
২০০২ সালের ৩১শে ডিসেম্বর বনপাড়াকে পৌরসভা পরিনত করা হয়।
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনাবনপাড়া পৌরসভা ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ ১২টি ওয়ার্ডে ১২ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বড়াইগ্রাম থানার আওতাধীন।
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাএই পৌরসভায় ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি কারিগরি কলেজ ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা রয়েছে। উচ্চবিদ্যালয় গুলোর মধ্যে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ উল্লেখযোগ্য।
ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ
সম্পাদনাএই পৌরসভায় ২৭টি মসজিদ, ৭টি মন্দির এবং ১টি গির্জা আছে। এর মধ্যে কালিকাপুর মধ্য পশ্চিমপাড়া জামে মসজিদ, বনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ,কালিকাপুর ফজলিতলা বাইতুন নূর জামে মসজিদ বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ উল্লেখযোগ্য ও। এছাড়া বনপাড়া ক্যাথলিক চার্চ এবং কালিকাপুর বাসন্তী মন্দির ও দিয়ারপাড়া মন্দির উল্লেখযোগ্য।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বনপাড়া পৌরসভার মোট জনসংখ্যা ২২,৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৭৫ জন এবং মহিলা ১১,৪৯২ জন। মোট ভোটার সংখ্যা ১৩৮৫৩ জন।
শিক্ষার হার
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বনপাড়া পৌরসভার সাক্ষরতার হার ৭৪%।
ছবি গ্যালারি
সম্পাদনা-
বনপাড়া বাজার, ১৯৬৫ সাল
-
লুর্দের রাণী মা মারীয়ার গির্জা, বনপাড়া, ১৯৬৫ সাল
-
সাধু যোসেফ উচ্চ বিদ্যালয়, বনপাড়া, ১৯৬৫ সাল
-
কুড়ে ঘর, ১৯৬৬ সাল
-
1966 সাল
-
ঐতিহ্যবাহী দেয়ালচিত্র, বনপাড়া, ১৯৬৬ সাল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Population Census 2011: Natore Table C-01" (PDF)। Bangladesh Bureau of Statistics। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রত্যাবর্তন (স্থানীয় বার্ষিক ম্যাগাজিন), ২০১৮