বনওয়ারীনগর সরকারি সি.বি. পাইলট উচ্চ বিদ্যালয়

পাবনা জেলায় অবস্থিত একটি শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়

বনওয়ারীনগর সরকারি সি.বি. পাইলট উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Banwarinagar C.B. Pilot High School) পাবনা জেলার ফরিদপুর উপজেলার একটি সরকারি ও শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়[১] বিদ্যালয়টি ১৯১২ সালে পাবনা জেলার বিখ্যাত তাড়াশ জমিদার বংশ-এর ৯ম পুরুষ রায় বাহাদুর বনমালী রায় প্রতিষ্ঠিত করেন।

বনওয়ারীনগর সরকারি সি.বি. পাইলট উচ্চ বিদ্যালয়
Banwarinagar C.B. Pilot High School
অবস্থান
বনওয়ারীনগর, ফরিদপুর উপজেলা

তথ্য
প্রাক্তন নামকরোনেশন বনমালী উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯১২; ১১২ বছর আগে (1912)
প্রতিষ্ঠাতারায় বাহাদুর বনমালী রায়
বিদ্যালয় বোর্ডরাজশাহী বোর্ড
বিদ্যালয় জেলাপাবনা জেলা
ইআইআইএন১২৫৪৬১
প্রধান শিক্ষকমো: আবু বকার সিদ্দিক
সহকারী প্রধান শিক্ষকমো: হাসান তারিক
কর্মকর্তা০৭ জন
শিক্ষকমণ্ডলী৩১ জন
প্রাথমিক পড়ানোর বছর৩য়-৫ম
মাধ্যমিক পড়ানোর বছর৬ষ্ঠ-১০ম
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৪.৬৪ একর (১৮,৮০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
হাউস০৭টি
ওয়েবসাইটcbphs.school.gov.bd

ইতিহাস

সম্পাদনা

১৯১২ সালে করোনেশন বনমালী উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন রায় বাহাদুর বনমালী রায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার দুই বছর পর ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদান না পাওয়া পর্যন্ত তারাশ জমিদার পরিবার থেকে বার্ষিক ২৪০০/-(দুই হাজার চারশত টাকা) সাহায্য পেত। ১৯৫২ সালে জমিদার প্রথা বাতিল হওয়ার কারণে তারাশ জমিদার পরিবার কলকাতা চলে যান। এ সময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিছু সরকারি অনুদান এবং শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ১৯৬০ সালের ১ জানুয়ারি প্রধান শিক্ষক জনাব সাইদুর রহমানের প্রচেষ্টায় বিদ্যালয়ে তৎকালীন শিক্ষা বোর্ড বিজ্ঞান বিভাগ চালু অনুমোদন দেয়। বিদ্যালয়টি ১৯৮৪ সালে জাতীয়ভাবে এমপিওভূক্ত হয় যা ১৯৮৫ সাল থেকে কার্যকারী হয়।

প্রতিষ্ঠাতা

সম্পাদনা

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর বনমালী রায়। তিনি পাবনা জেলার বিখ্যাত তাড়াশ জমিদার বংশ-এর ৯ম পুরুষ। তিনি ১৮৬২ সালের সেপ্টেম্বর মাসে জন্ম গ্রহণ করেন এবং ১৯১৪ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর মতান্তরে ২৪ শে নভেম্বর কলকাতা বৃন্দাবনে মৃত্যু বরণ করেন।

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর এলাকায় অবস্থিত। পাবনা শহর থেকে বিদ্যালয়টি দুরত্ব প্রায় ৫২ কিলোমিটার

অবকাঠামো

সম্পাদনা

বিদ্যালয়টির মোট আয়তন ৪.৬৪ একর। বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ০৭টি। বিদ্যালয়ে ০১টি লাইব্রেরি সহ মোট ৩১টি কক্ষ রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ০১টি নিজস্ব খেলার মাঠ, ০১টি পুকুর, ০৩টি মার্কেট ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য ০২টি আবাসিক ভবন রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জেলা প্রতিনিধি, পাবনা (২০১৩-০১-১৩)। "পাবনার বনওয়ারীনগর সিবি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা