বনওয়ারীনগর ইউনিয়ন
বাংলাদেশের ইউনিয়ন
বনওয়ারীনগর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ফরিদপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
বনওয়ারীনগর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | ফরিদপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৬ বর্গকিমি (২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১১,৭৮৯ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ১৩টি
মৌজার সংখ্যা: ০৫টি
মোট জনসংখ্যা: প্রায় ১১,৭৮৯ জন (পুরুষ- ৫,৯৯৪ জন এবং মহিলা- ৫,৭৯৫ জন)
ভোটার সংখ্যা: ৭,৫৫০ জন।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ৬২%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- স্কুল: ০৪টি
- এতিমখানা: ০১টি।
দর্শনীয় স্থান
সম্পাদনা- বড়াল ও গোমানী নদীর মিলনস্থল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বনওয়ারীনগর ইউনিয়ন"। banwarinagarup.pabna.gov.bd। ২০২১-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।