বড় খইলশা

স্বাদুপানির মাছ

বড় খইলশা (বৈজ্ঞানিক নাম: Trichogaster fasciata) (ইংরেজি: banded gourami) হচ্ছে Osphronemidae পরিবারের Trichogaster গণের[৪][৫] একটি স্বাদুপানির মাছ

বড় খইলশা
Illustration by Francis Day
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Perciformes
পরিবার: Osphronemidae
গণ: Trichogaster
প্রজাতি: T. fasciata
দ্বিপদী নাম
Trichogaster fasciata
Bloch & J. G. Schneider, 1801
প্রতিশব্দ

Colisa ponticeriana Valenciennes, 1831[২]
Colisa vulgaris Cuvier, 1831[২]
Trichopodus cotra Hamilton, 1822[২]
Trichopodus colisa Hamilton, 1822[২]
Trichopodus bejeus Hamilton, 1822[২]
Colisha fasciatus (Bloch & Schneider, 1801)[৩]
Polyacanthus fasciatus (Bloch & Schneider, 1801)[৩]
Colisa fasciatus (Bloch & Schneider, 1801)[৩]
Colisa fasciata (Bloch & Schneider, 1801)[৩]
Trichogaster fasciatus Bloch & Schneider, 1801[৩]

বর্ণনা সম্পাদনা

এই মাছের মুখ ছোট যা উপরের দিকে তির্যকভাবে অবস্থিত। পুরুষ মাছের দেহ রং গাঢ় এবং এদের পৃষ্ঠপাখণা অধিক সূচালাে। এরা একসাথে প্রায় ৫০০ থেকে ১০০০টি ডিম দেয়। যখন ডিম ছাড়ে সেই সময় পুরুষ মাছ স্ত্রী মাছের সাথে সাক্ষাত করে। ডিমগুলাে হলুদাভ এবং আঠাবিহীন। ১৪ থেকে ১৬ ঘণ্টার মধ্যে ডিমগুলাে ফুটে বাচ্চা বের হয়।[৬]

স্বভাব ও আবাসস্থল সম্পাদনা

এরা সব ধরনের খাবার খায়। পােকামাকড়ের লার্ভা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং অগভীর জলাশয়ে ঘন জলজ উদ্ভিদযুক্ত স্থানে বাস করে। পুরুষ মাছ বাসা তৈরি করে। অগভীর জলের অধিক আগাছাযুক্ত স্থানে এরা বাসা তৈরি করে। বর্ষাকালে খইলশা ধানক্ষেতের জলে কয়েকবার ডিম ছাড়ে। সাধারণত স্বচ্ছ ও অগভীর বদ্ধ জলাশয় যেমন-পুকুর, ডােবা, খাল, ধানক্ষেত, বিল, বাওড় এবং প্লাবনভূমিতে বাস করে।[৬]

বিস্তৃতি সম্পাদনা

এই মাছ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং মায়ানমার দেশে পাওয়া যায়।[৬]

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[৬]

মন্তব্য সম্পাদনা

এটি চমৎকার এ্যাকুরিয়াম মাছ হিসেবে পরিচিত। এই মাছ কিছুটা লাজুক তবে সহজেই নিজেস্ব পরিবেশে অভিযোজিত করে নেয়। এই মাছ ১২ সেমি পর্যন্ত লম্বা হয়। এটি ঘোলা পানির জন্য উপযুক্ত নয়। এ প্রজাতির মাছ বর্ষার সময় অগভীর জলাশয়ে, ধানক্ষেত, অগভীর প্লাবনভুমি, এবং বিলের বর্ধিতাংশে চাষ করা হয়। অগভীর পানিতে বা ধানক্ষেতে বাইন মাছের সঙ্গেও চাষ করা যেতে পারে।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Trichogaster fasciata"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2010। সংগ্রহের তারিখ 24/10/2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. Menon, A.G.K. (1999) Check list - fresh water fishes of India., Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.
  3. Tan, H.H. and M. Kottelat (2009) The fishes of Batang Hari drainage, Sumatra, with descriptions of six new species., Ichthyol. Explor. Freshwaters 20(1):13-69.
  4. Bisby F.A., Roskov Y.R., Orrell T.M., Nicolson D., Paglinawan L.E., Bailly N., Kirk P.M., Bourgoin T., Baillargeon G., Ouvrard D. (red.) (2011)। "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist."। Species 2000: Reading, UK.। সংগ্রহের তারিখ 24 september 2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. FishBase. Froese R. & Pauly D. (eds), 2011-06-14
  6. সাহা, বিমল কান্তি (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৮০–২৮১। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)