বগুড়া জেলা সুইমিংপুল

বাংলাদেশের সাঁতার ভেন্যু

বগুড়া জেলা সুইমিংপুল ২০০২ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল[১] এটির অবস্থান বগুড়া জেলার বগুড়া পৌরসভায় মালগ্রাম এলাকায় শহীদ চান্দু স্টেডিয়াম সড়কের পাশে। এটি জেলার একমাত্র সুইমিংপুল। বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[২]

বগুড়া জেলা সুইমিংপুল
২৪°৫০′২৩″ উত্তর ৮৯°২২′০২″ পূর্ব / ২৪.৮৩৯৬২৪° উত্তর ৮৯.৩৬৭২৬৯° পূর্ব / 24.839624; 89.367269
ঠিকানাস্টেডিয়াম রোড, বগুড়া
ডাককোডবগুড়া - ৫৮০০
খোলা২৯ নভেম্বর, ২০০২
পরিচালনায়বগুড়া জেলা ক্রীড়া সংস্থা
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
খরচ ৩.০০ কোটি
বৈশিষ্ট্য
৮ লেনের সুইমিংপুল

ইতিহাস সম্পাদনা

২০০২ সালের ২৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম কমপ্লেক্সের সীমানার ভিতরে সুইমিংপুলটির উদ্বোধন করা হয়।[১][৩] প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি টাকা ব্যয় হয়।[৪] সুইমিংপুলটি চালু হওয়ার পর ২০০৩ ও ২০০৭ সালে এখানে আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা এবং সাঁতারুদের প্রশিক্ষণ শুরু হয়।[১] চালু হওয়ার পর সুইমিংপুল সচল রাখার সরঞ্জাম এবং অর্থাভাবে সবসময় চালু রাখা যায়নি।[৫]

কাঠামো সম্পাদনা

এটি খোলা আকাশের নীচে উম্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bogra swimming pool yet to launch for fund crisis"দ্য ডেইলি অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-২৭। ২০২২-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৩ 
  2. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭ 
  3. আলম, মাসুদ (২০২২-০৯-১৮)। "বিপুল ব্যয়ের সুইমিংপুল বেহাল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২০ 
  4. "চাবির খোঁজে তালাবদ্ধ বগুড়া"দৈনিক কালের কণ্ঠ। ২০১৪-১০-১৭। ২০২২-০২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৭ 
  5. "অপেশাদারদের হাতে পরিচালনার দায়িত্ব বগুড়ার সুইমিংপুল সারা বছর বন্ধ"দৈনিক সংগ্রাম। ২০১৩-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৭