ফ্রান্সিস্কো কোনসেইসাও

পর্তুগিজ ফুটবলার

ফ্রান্সিস্কো ফের্নান্দেস দা কোনসেইসাও (পর্তুগিজ: Francisco Conceição; জন্ম: ১৪ ডিসেম্বর ২০০২; ফ্রান্সিস্কো কোনসেইসাও নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব পোর্তু এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফ্রান্সিস্কো কোনসেইসাও
২০২৩ সালে আয়াক্সের হয়ে কোনসেইসাও
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো ফের্নান্দেস দা কোনসেইসাও
জন্ম (2002-12-14) ১৪ ডিসেম্বর ২০০২ (বয়স ২১)
জন্ম স্থান কুইঁব্রা, পর্তুগাল
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পোর্তু
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৬, ২১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, কোনসেইসাও পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফ্রান্সিস্কো ফের্নান্দেস দা কোনসেইসাও ২০০২ সালের ১৪ই ডিসেম্বর তারিখে পর্তুগালের কুইঁব্রায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

কোনসেইসাও পর্তুগাল অনূর্ধ্ব-১৬, পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে তিনি ইতালি অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩৮ ম্যাচে অংশগ্রহণ করে ৯টি গোল করেছেন।

২০২৪ সালের ২৬শে মার্চ তারিখে, ২১ বছর, ৩ মাস ও ১২ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোনসেইসাও স্লোভেনিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ওতাভিওয়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি স্লোভেনিয়া ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] পর্তুগালের হয়ে অভিষেকের বছরে কোনসেইসাও সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২১ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
পর্তুগাল ২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Italy U16 - Portugal U16, Feb 8, 2018 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  2. "Slovenia vs. Portugal - 26 March 2024 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  3. "Slovenia - Portugal 2:0 (Friendlies 2024, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  4. "Slovenia - Portugal, Mar 26, 2024 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Slovenia vs. Portugal"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা