ফেরমিন লোপেস

স্পেনীয় ফুটবল খেলোয়াড়

ফেরমিন লোপেস মারিন (স্পেনীয়: Fermín López; জন্ম: ১১ মে ২০০৩; ফেরমিন লোপেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব বার্সেলোনার হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফেরমিন লোপেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফেরমিন লোপেস মারিন
জন্ম (2003-05-11) ১১ মে ২০০৩ (বয়স ২১)
জন্ম স্থান এল কাম্পিয়ো, স্পেন
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১৬
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৫, ৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০২৩ সালে, লোপেস স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফেরমিন লোপেস মারিন ২০০৩ সালের ১১ই মে তারিখে স্পেনের এল কাম্পিয়োতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

লোপেস স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৩ই অক্টোবর তারিখে তিনি উজবেকিস্তান অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১][২][৩] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Uzbekistan U23 - Spain U21, Oct 13, 2023 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "OFICIAL | Lista de convocados para los partidos frente a Uzbekistán y Kazajistán" (স্পেনীয় ভাষায়)। Real Federación Española de Fútbol। ৬ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩ 
  3. "CRÓNICA | Empate sin goles en el amistoso frente a Uzbekistán (0-0)" (স্পেনীয় ভাষায়)। Real Federación Española de Fútbol। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা