স্পেন জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

স্পেন জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Spain national under-23 football team; যা স্পেন অলিম্পিক ফুটবল দল অথবা স্পেন অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম স্পেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[] ১৯৬৯ সালের ১৮ই জুন তারিখে, স্পেন অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; যুগোস্লাভিয়ার নোভি সাদে অনুষ্ঠিত উক্ত ম্যাচে স্পেন যুগোস্লাভিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

স্পেন অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনামলা রোহা (লাল)
লা ফুরিয়া রোহা (লাল ক্রোধ)[]
অ্যাসোসিয়েশনরয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
মাঠবিভিন্ন
ফিফা কোডESP
ওয়েবসাইটwww.rfef.es
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 যুগোস্লাভিয়া ৩–০ স্পেন 
(নোভি সাদ, যুগোস্লাভিয়া; ১৮ জুন ১৯৬৯)
বৃহত্তম জয়
 স্পেন ৫–০ লিবিয়া 
(এল এহিদো, স্পেন; ১ জুলাই ২০০৫)
বৃহত্তম পরাজয়
 আর্জেন্টিনা ৪–০ স্পেন 
(বার্মিংহ্যাম, মার্কিন যুক্তরাষ্ট্র; ২৭ জুলাই ১৯৯৬)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৪ ((১৯৯২)-এ প্রথম)
সেরা সাফল্যস্বর্ণ পদক (১৯৯২)

লা রোহা নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত। স্পেন অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বর্ণ পদক জয়লাভ করা।[]

লুইস এনরিকে, দানি গার্সিয়া, কোকে, আলভারো ভাসকেস এবং কার্লোস সোলেরের মতো খেলোয়াড়গণ স্পেনের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""La Roja""। ১৭ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১০ 
  2. "Spain U23 - Club profile"Transfermarkt। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৯ 
  3. "Olympic Football Tournament Final • 1992-08-08"FIFA। ১৯৯২-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা