ফুটবল ক্লাব দে সিয়ন (ফরাসি: Football Club de Sion, ইংরেজি: FC Sion; এছাড়াও ফুটবল ক্লাব সিয়ন, এফসি সিয়ন অথবা শুধুমাত্র সিয়ন নামে পরিচিত) হচ্ছে সিয়ন ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি সিয়ন তাদের সকল হোম ম্যাচ সিয়নের স্তাদ তুবিয়েঁ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৪,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাওলো ত্রামেজ্জানি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন খ্রিস্তিয়ঁ কোন্সতঁত্যাঁ। সুইস গোলরক্ষক কেভিন ফিকেনশার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

সিয়ন
পূর্ণ নামফুটবল ক্লাব দে সিয়ন
প্রতিষ্ঠিত১৯০৯; ১১৫ বছর আগে (1909)
মাঠস্তাদ তুবিয়ঁ[১]
ধারণক্ষমতা১৪,৫০০
সভাপতিসুইজারল্যান্ড খ্রিস্তিয়ঁ কোন্সতঁত্যাঁ
ম্যানেজারইতালি পাওলো ত্রামেজ্জানি[২]
লিগসুইস সুপার লীগ
২০১৮–১৯৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি সিয়ন এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সুইস সুপার লীগ এবং ১৫টি সুইস কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

সুইস সুপার লীগ

সুইস কাপ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  4. "ফুটবল ক্লাব সিয়ন: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  5. "FC Sion at WorldFootball.net"। WorldFootball.net। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব সিয়ন টেমপ্লেট:সুইস সুপার লীগ