ফুকন বা ফু-কান (আহোম ভাষা-এর শব্দ , ইংরাজী ভাষা:Phu Kan) আহোম রাজ্যের আহোম সেনাবাহিনীর পাইক কর্মচারী[১] ফুকনদের বংশধররা এক একটি উপাধি হিসাবে ব্যবহার করেন, এটি মূলতঃ আহোম জনগোষ্ঠী বা আহোম সৈন্যবাহিনীতে কাজ করা ছুটিয়া, কলিতা, বামুন সম্প্রদায়ের বংশধররা প্রয়োগ করে।

বিখ্যাত ফুকনরা সম্পাদনা

  • আনন্দরাম ঢেকিয়াল ফুকন (১৮২৯-১৮৫৯), অরুণোদয় যুগের একজন বিখ্যাত সাহিত্যিক
  • অনুপ ফুকন, ভারতীয় রাজনীতিবিদ
  • বিজু ফুকন, অসমীয়া সিনেমার বিখ্যাত অভিনেতা
  • মহেন্দ্র নাথ ডেকা ফুকন (১৯০৩-১৯৭৪), শিল্পী, কবি, সাংবাদিক
  • মিত্রা ফুকন, ইংরাজী লেখিকা

সাথে দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kakoty, Sanjeeb (২০০৩)। Technology, Production And Social Formation In The Evolution Of The Ahom State (ইংরেজি ভাষায়)। Regency Publications। আইএসবিএন 9788187498735