ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ

ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ (পূর্বে ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বচ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল) হল একটি মহিলাদের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, যা ফিফা কর্তৃক প্রতি দুই বছর পরপর জাতীয় অনূর্ধ্ব ২০ মহিলা ফুটবল দলসমূহের জন্য আয়োজিত হয়। প্রতিযোগিতাটি ২০০২ সালে ফিফা অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বচ্যাম্পিয়নশিপ নামে শুরু হয়েছিল এবং তখন বয়স সীমা ছিল অনূর্ধ্ব ১৯ বছর। ২০০৬ সালে বয়স সীমা ২০ এ উন্নিত করা হয় এবং ২০০৮ সালে ফিফার অন্যান্য প্রতিযোগিতার মত এর নামও ফিফা বিশ্বকাপ করা হয়।

ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ
ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ এর ট্রফি
প্রতিষ্ঠিত২০০২; ২২ বছর আগে (2002)
অঞ্চলআন্তর্জাতিক (ফিফা)
দলের সংখ্যা১৬ (ফাইনাল)
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি (3rd title)
সবচেয়ে সফল দল জার্মানি
 মার্কিন যুক্তরাষ্ট্র (3 titles each)
2016 FIFA U-20 Women's World Cup

ইতিহাস সম্পাদনা

যুব পর্যায়ে প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়নশিপ ২০০২ ফিফা অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বচ্যাম্পিয়নশিপ হিসাবে কানাডায় অনুষ্ঠিত হয়, যাতে বয়সের সীমা নির্ধারণ করা হয়েছিল ১৯ বছর। সেই আসরের ফাইনাল এডমন্টনের কমনওয়েলথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে যুক্তরাষ্ট্র কানাডাকে ০ - ১ গোলে পরাজিত করে প্রথম শিরোপা জয়ের রেকর্ড করে।

যোগ্যতা নির্ধারণ সম্পাদনা

চূড়ান্ত লড়াইয়ের জন্য যোগ্য দল নির্বাচনে পরিচালিত ৬টি আঞ্চলিক প্রতিযোগিতা:

কনফেডারেশন চ্যাম্পিয়নশিপ
এএফসি (এশিয়া) এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ
সিএএফ (আফ্রিকা) আফ্রিকান অনূর্ধ্ব-২০ কাপ অফ নেশনস ফর ওমেন
কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়া) কনকাকাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ
কনমেবল (দক্ষিণ আমেরিকা) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ
ওএফসি (ওশেনিয়া) ওএফসি অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ
উয়েফা (ইউরোপ) উয়েফা অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ

প্রতিযোগিতা ও ফলাফল সম্পাদনা

বছর স্বাগতিক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী খেলা দল সংখ্যা
চ্যাম্পিয়ন স্কোর দ্বিতীয় স্থান তৃতীয় স্থান স্কোর চতুর্থ স্থান
২০০২
বিস্তারিত
  কানাডা  
মার্কিন যুক্তরাষ্ট্র
1–0
asdet
 
কানাডা
 
জার্মানি
1–1
(4–3) PSO
 
ব্রাজিল
12
২০০৪
বিস্তারিত
  থাইল্যান্ড  
জার্মানি
2–0  
গণচীন
 
মার্কিন যুক্তরাষ্ট্র
3–0  
ব্রাজিল
12
২০০৬
বিস্তারিত
  রাশিয়া  
উত্তর কোরিয়া
5–0  
গণচীন
 
ব্রাজিল
0–0 a.e.t.
(6–5) PSO
 
মার্কিন যুক্তরাষ্ট্র
16
২০০৮
বিস্তারিত
  চিলি  
মার্কিন যুক্তরাষ্ট্র
2–1  
উত্তর কোরিয়া
 
জার্মানি
5–3  
ফ্রান্স
16
২০১০
বিস্তারিত
  জার্মানি  
জার্মানি
2–0  
নাইজেরিয়া
 
দক্ষিণ কোরিয়া
1–0  
কলম্বিয়া
16
২০১২
বিস্তারিত
  জাপান  
মার্কিন যুক্তরাষ্ট্র
1–0  
জার্মানি
 
জাপান
2–1  
নাইজেরিয়া
16
২০১৪
বিস্তারিত
  কানাডা  
জার্মানি
1–0 a.e.t.  
নাইজেরিয়া
 
ফ্রান্স
3–2  
উত্তর কোরিয়া
16
২০১৬
বিস্তারিত
  পাপুয়া নিউ গিনি
২০১৮
বিস্তারিত
  ফ্রান্স

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা