ফিংড়ী ইউনিয়ন
ফিংড়ী ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[১] ফিংড়ী সাতক্ষীরা সদর উপজেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ।
ফিংড়ী | |
---|---|
ইউনিয়ন | |
১৪নং ফিংড়ী ইউনিয়ন | |
ডাকনাম: ফিংড়ী | |
বাংলাদেশে ফিংড়ী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব / ২২.৪৩০০০° উত্তর ৮৯.০৪৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মহাদেব কুমার ঘোষ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) |
আয়তন | |
• মোট | ২৯ বর্গকিমি (১১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৩৫,৪৭৫ [১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯% [১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
ফিংড়ী ইউনিয়নের আয়তন ৮২৫৭ একর (২৯ বর্গ কিমি) [২]।
জনসংখ্যাসম্পাদনা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফিংড়ী ইউনিয়নের লোকসংখ্যা ২৯,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ১৫,২০৩ জন এবং মহিলা ১৪,২৫৭ জন।[২]
প্রশাসনিক কাঠামোসম্পাদনা
ফিংড়ী ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে একটি হাট-বাজার রয়েছেঃ ফিংড়ী বাজার সাতক্ষীরা।[৩]
শিক্ষা ব্যবস্থাসম্পাদনা
ফিংড়ী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯%। এ ইউনিয়নে ১ট কলেজ, ৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও ২৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
ধর্মীয় অবকাঠামোসম্পাদনা
ফিংড়ী ইউনিয়নে ৪টি মসজিদ, ৩টি মন্দির, ১টি এতিমখানা, ১টি ঈদগাহ এবং ১টি মাজার রয়েছে।[৪]
ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনসম্পাদনা
ফিংড়ী ইউনিয়নে খেলাধুলার ক্ষেত্রে ফিংড়ী পাইওনিয়ার ক্লাব এবং সাংস্কৃতিক সংগঠন হিসাবে ফিংড়ী নাট্ট গোষ্টি রয়েছে। এছাড়ারাও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রদর্শন করে থাকে।[৫][৬]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ "এক নজরে ফিংড়ী ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ ক খ "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- ↑ "হাট বাজারের তালিকা | ফিংড়ি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ "ধর্মীয় প্রতিষ্ঠান | ফিংড়ি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ "ক্রীড়া সংগঠন | ফিংড়ি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- ↑ "সাংস্কৃতিক সংগঠন | ফিংড়ি ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
বহিঃসংযোগসম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |