ফাহ্‌মিদা খাতুন

বাংলাদেশী গায়িকা
(ফাহমিদা খাতুন থেকে পুনর্নির্দেশিত)

ফাহ্‌মিদা খাতুন হলেন একজন বাংলাদেশী রবীন্দ্র সঙ্গীত শিল্পী। রবীন্দ্র সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার, শিল্পকলা পুরস্কার, ২০১১ সালে রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা এবং ২০১৫ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।[]

ফাহ্‌মিদা খাতুন
জন্ম১৯৪২ (বয়স ৮১–৮২)
ধরনরবীন্দ্র সঙ্গীত
পেশাসঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রভোকাল, তবলা, হারমোনিয়াম
কার্যকাল১৯৫৬-বর্তমান
লেবেলবেঙ্গল ফাউন্ডেশন
পিতা-মাতা
আত্মীয়সনজীদা খাতুন (অগ্রজা)
মাহমুদা খাতুন (অনুজা)
কাজী আনোয়ার হোসেন (অগ্রজ)

প্রাথমিক জীবন

সম্পাদনা

ফাহ্‌মিদা ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী মোতাহার হোসেন ছিলেন একজন বিজ্ঞানী ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক এবং মা সাজেদা খাতুন। তার বোন সনজীদা খাতুন ও ছোট বোন মাহমুদা খাতুন দুজনেই রবীন্দ্র সঙ্গীত শিল্পী, বড় ভাই কাজী আনোয়ার হোসেন বিখ্যাত 'মাসুদ রানা' সিরিজের লেখক ও ছোট ভাই কাজী মাহবুব হোসেন[] ফাহ্‌মিদা শৈশবে নাচ শিখতেন। পরে সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নিজ বাড়িতেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। তিনি ওস্তাদ মুনির হোসেনের কাছে শাস্ত্রীয় সঙ্গীত এবং বড় বোন সনজীদা খাতুন, কলিম শরাফী ও আবদুল আহাদের কাছে রবীন্দ্র সঙ্গীতের তালিম নেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৫৬ সালে ফাহ্‌মিদা একটি নৃত্য নাট্য চন্ডালিকায় মা চরিত্রের জন্য কণ্ঠ দেন। তিনি ১৯৬৪ সালে ধারাপাত চলচ্চিত্রে "আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ" গানে কণ্ঠ দেন। এটি পূর্ব পাকিস্তানে নির্মিত কোন চলচ্চিত্রে ব্যবহৃত প্রথম রবীন্দ্র সঙ্গীত।[] ১৯৬৪ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনের দ্বিতীয় দিন টেলিভিশনের পর্দায় জাহেদুর রহিমের সাথে যৌথভাবে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। গানটি ছিল "তরী আমার হঠাৎ ডুবে যায়"।[]

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন "স্বার্থক জনম আমার" ও "আমার সোনার বাংলা" গান তাকে গণমানুষের কাছে নিয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে "আজি বাংলাদেশের হৃদয় হতে" গানটি বাজানো হত।[]

অ্যালবাম

সম্পাদনা
  • মোর অনেক দূরের মিতা, বেঙ্গল ফাউন্ডেশন
  • মন আমার প্রবাসী পাখি, বেঙ্গল ফাউন্ডেশন[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সুকৃতির সম্মান: আজীবন সম্মাননা পেলেন ফাহ্‌মিদা খাতুন"দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ 
  2. "আজি বাংলাদেশের হৃদয় হতে : ফাহ্‌মিদা খাতুন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Habib, Ahsan (৬ আগস্ট ২০০৭)। "Rabindra Sangeet: Awakening Bengali nationalism - In conversation with Fahmida Khatun"দ্য ডেইলি স্টার। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ 
  4. Ferdous, Fahmim (১৭ জুন ২০১৪)। "Melodies on a monsoon evening"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ 
  5. সাগর, ফরিদুর রেজা (২৬ জুলাই ২০১৪)। "THE FIRST DAYS OF TELEVISION"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ 
  6. "ফাহ্‌মিদা খাতুন"বেঙ্গল ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ফাহমিদা খাতুনকে আজীবন সম্মাননা প্রদান"বাংলানিউজ টোয়েন্টিফোর.কম। ৮ মে ২০১১। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭ 
  8. "ফাহ্‌মিদা খাতুন পেলেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা"দৈনিক প্রথম আলো। ৯মে, ২০১৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)