ফরিদপুর চিনি কল লিমিটেড
ফরিদপুর চিনি কল লিমিটেড বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান।[২] এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল।[৩]
স্থানীয় নাম | ফরিদপুর সুগার মিল |
---|---|
ধরন | সরকারি |
শিল্প | চিনি শিল্প সার শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | চিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড |
মালিক | বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন |
অবস্থান
সম্পাদনাবাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক এর সামান্য উত্তর দিকে এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[৩][৪][৫]
ইতিহাস
সম্পাদনাবিআইডিসি'র ব্যবস্থাপনায়[৬] ১৯৭৪ সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৭৬ সালে সমাপ্ত হয় এবং ১৯৭৬-৭৭ সাল থেকে এতে চিনি উৎপাদন শুরু হয়।[৩] সে সময়ে ফরিদপুুর-৩ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন এই মিল প্রতিষ্ঠায় অগ্রণী ভূূমিকা পালন করেন।
অবকাঠামো
সম্পাদনাএই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
সম্পাদনাএই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১,০১৬ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১০ হাজার ১৬০ মেট্রিক টন।[৭]
উৎপাদিত পণ্য
সম্পাদনাএছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বকেয়া বেতনের দাবিতে ফরিদপুর চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ"। ৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- ↑ আখমাড়াই মৌসুমে ফরিদপুর চিনিকল জোড়াতালি দিয়ে চলছে।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "আর্থসামাজিক উন্নয়নে ফরিদপুর চিনিকল"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- ↑ উপজেলা তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ফরিদপুর চিনিকল সিবিএ নির্বাচন।
- ↑ ডুবতে বসেছে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো।
- ↑ "ফরিদপুর সুগার মিলের বিএমআরই জরুরি"। ১৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফরিদপুর চিনি কল লিমিটেড - বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর তথ্য বাতায়ন।
- বাংলাদেশের চিনি কলগুলোর নাম ও যোগাযোগের ঠিকানা।