বাংলাদেশের চিনি কলগুলোর তালিকা
এটি বাংলাদেশের চিনি কলগুলোর তালিকা; যেখানে বাংলাদেশের সকল চিনি উৎপাদনকারী এবং পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে। ২০২২ সালে দেশের তিনটি চিনি কল বিদেশি প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার আলোচনা হচ্ছিল।[১]
সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠান
সম্পাদনাবে-সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠান
সম্পাদনালোকসানী সরকারি প্রতিষ্ঠানসমূহ প্রাইভেটাইজেশন-এর আওতায় ২ টি সরকারি চিনি কল 'বেসরকারি-ব্যবস্থাপনা'য় হস্তান্তর করা হয়েছে; এগুলো হলো:
ক্রমিক নং | চিনি কলের নাম | অবস্থান | প্রতিষ্ঠাকাল | উৎপাদন (মেট্রিক টন-এ) |
ওয়েব সাইট |
---|---|---|---|---|---|
১. | দেশবন্ধু চিনি কল লিমিটেড | পলাশ, নরসিংদী | ১৯৩২ বেসরকারিকরণ: ২০০২ |
দৈনিক: ৫০০ বার্ষিক: ১,৫০,০০০ |
dbg.com.bd |
২. | কালিয়াচাপড়া চিনি কল লিমিটেড | পাকুন্দিয়া, কিশোরগঞ্জ | ১৯৬৫ বেসরকারিকরণ: ২০০৪ |
দৈনিক: বার্ষিক: |
nitolniloy.com.bd |
চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান
সম্পাদনাচিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যতীতও বাংলাদেশে ৭ টি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান রয়েছে, যারা বিদেশ থেকে অপরিশোধিত চিনি (র' সুগার)আমদানী করে তা পরিশোধনের মাধ্যমে বাজারজাত করে থাকে;[২] তবে এদের মধ্যে, দেশবন্ধু চিনি কল লিমিটেড চিনি পরিশোধনের মাধ্যমে বাজারজাত করার পাশাপাশি চিনি উৎপাদনও করে থাকে। চিনি পরিশোধন করে বাজারজাতকারী অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো:
ক্রমিক নং |
চিনি কলের নাম | অবস্থান | স্থাপিত | উৎপাদন (মেট্রিক টন-এ) |
ওয়েব সাইট |
---|---|---|---|---|---|
১. | আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড | সোনারগাঁও, নারায়ণগঞ্জ | ২০০৬ | দৈনিক: ১,০০০ বার্ষিক: ৩,০০,০০০ |
amlbd.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৫ তারিখে |
২. | ইউনাইটেড সুগার মিলস লিমিটেড | সোনারগাঁও, নারায়ণগঞ্জ | ২০০৫ | দৈনিক: ২,৫০০ বার্ষিক: ৭,৫০,০০০ |
mg_usml ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে |
৩. | এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড | কর্ণফুলী, চট্টগ্রাম | ২০০৪ | দৈনিক: ২,৮০০ বার্ষিক: ৮,৪০,০০০ |
sala_rsil |
৪. | পারটেক্স সুগার মিলস লিমিটেড | রূপগঞ্জ, নারায়ণগঞ্জ | ২০০৪ | দৈনিক: ১,৫০০ বার্ষিক: ৪,৫০,০০০ |
pg_sugar |
৫. | সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড | রূপসী, নারায়ণগঞ্জ | ২০১১ | দৈনিক: ৫,০০০ বার্ষিক: ১৫,০০,০০০ |
cg_sugar |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রীয় চিনিকল"। The Business Standard। ২০২২-০৪-২০। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৪।
- ↑ "রফতানি অথবা ভর্তুকি নইলে উৎপাদন বন্ধ!"। দৈনিক ডেসটিনি। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ : ১৭ জুলাই ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)