ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মহিলা

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মহিলা যা সাধারণত ফরাশগঞ্জ এসসি মহিলা নামে পরিচিত (ইংরেজি: Farashganj SC Women) ফরাশগঞ্জ, ঢাকার একটি বাংলাদেশী মহিলা ফুটবল ক্লাব। তারা বাংলাদেশ মহিলা ফুটবল লিগে অংশগ্রহণ করে, যা বাংলাদেশের মহিলা প্রিমিয়ার ফুটবল লিগ। [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮]

ফরাশগঞ্জ এসসি মহিলা
পূর্ণ নামফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মহিলা
ডাকনামএফএসসিডব্লিউ
প্রতিষ্ঠিত২০১০; ১৪ বছর আগে (2010)
মাঠবীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
ধারণক্ষমতা২৫,০০০
সভাপতিবাংলাদেশ মনস বোস বাবুরাম
প্রধান কোচবাংলাদেশ খোকন দাস
লিগবাংলাদেশ মহিলা ফুটবল লিগ
২০২১–২২১২ এর ১১ তম
বর্তমান মৌসুম
ফরাশগঞ্জ এসসি এর সক্রিয় বিভাগ
ফুটবল (মহিলা) ফুটবল (পুরুষ)

ইতিহাস

সম্পাদনা

ফরাশগঞ্জ এসসি মহিলা ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লাবটি তাদের প্রথম খেলা ১৬ নভেম্বর ২০২২-এ ঢাকায় এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে খেলে যা ০–৪ গোল ব্যবধানে পরাজিত হয়েছিল।[৯] [১০] ক্লাবটি ২০২১-২২ বাংলাদেশ মহিলা ফুটবল লীগেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[১১] [১২]

বর্তমান স্কোয়াড

সম্পাদনা

ফরাশগঞ্জ এসসি মহিলা ২০২২-২৩ মৌসুমের স্কোয়াড।

৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   স্বপ্না আক্তার জিলি
  অনন্য মুর্মু বীথি
  সুমি
  মারিয়াম বিনতে হান্না
  তসপিয়া খাতুন
  পূর্ণিমা রানী মন্ডল
  মিসেস আলমিনা (অধিনায়ক)
  উম্মে কুলসুম
  মোছাঃ রেসমে আক্তার
১০   সাদিয়া আক্তার
১১   সাথী মুন্ডা
১২   মোছাঃ বন্যা খাতুন
১৩   দীপা মুন্ডা
১৪   আনিকা তানজুম
১৫   লোটা বোনাজা
১৬   থিউমুনা মারমা
১৭   মাছাইনগু মারমা
১৮   মিসেস লুৎফোরা আক্তার লিমা
১৯   পপি রানী
২০   নবীরন খাতুন
২১   ফারহানা
২২ গো   মেরি আইরিশ প্রোভেন্স ত্রিপুরা নরভ
২৩   রেটু বয়রেজ
২৪   মিঃ ঝিনুক
২৫   সোনিয়া খাতুন
২৬   সোরনালি তেরকে
২৭   ঐশী সরকার
২৮   শেঠে মন্ডল
৩০   হোয়মন্তি খাইকো
৩৩ গো   শেফা আক্তার শেন আসমা

প্রতিযোগিতামূলক রেকর্ড

সম্পাদনা
২৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
মৌসুম বিভাগ লিগ লিগের সর্বোচ্চ গোলদাতা
খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে পয়েন্ট অবস্থান খেলোয়াড় গোল
২০২১–২২ বিডব্লিউএফএল ১১ ১১ ৫৫ ১১   মাহলাচিং মারমা রিকি
  শ্রীমতি স্বর্ণালী তেরকা

প্রধান কোচের রেকর্ড

সম্পাদনা
২১ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
প্রধান কোচ থেকে পর্যন্ত খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে %জয়
  খোকন দাস ৫ অক্টোবর ২০২২ বর্তমান ১৭ ১৪ ১২ ৬৪ ১৭.৬৫

ক্লাব ম্যানেজমেন্ট

সম্পাদনা

বর্তমান প্রযুক্তিগত কর্মী

সম্পাদনা
৫ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
অবস্থান নাম
প্রধান কোচ   খোকন দাস
সহকারী কোচ   আসিয়া খাতুন বীথি
গোলরক্ষক কোচ   রূপা আক্তার

পরিচালনা পর্ষদ

সম্পাদনা

৫ মার্চ ২০২৪ পর্যন্ত

অবস্থান নাম
সভাপতি   মনস বোস বাবুরাম
দল ব্যবস্থাপক   খায়ের উদ্দিন আহম্মদ মুকুল
সহকারী ব্যবস্থাপক   মিজানুর রহমান বাপ্পী
মেসোর   আবুল কালাম আজাদ
প্রশিক্ষক   শান্ত খন্দকার
মিডিয়া ম্যানেজার   রেজাউর রহমান সিনহা
ফিজিওথেরাপিস্ট   মোঃ শরীফ
নিরাপত্তা   মোঃ আলী কাওছার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দেশের ফুটবলে নতুনত্ব আনছে বাফুফে"Daily Jagonews। ১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 
  2. "নারী লিগে অংশ নিবে ১২ দল!"Daily Offside Bangladesh। ৪ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 
  3. "জমজমাট নারী লিগের প্রত্যাশা মাহফুজা আক্তার কিরণের"Offsise Desk। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  4. "নারী ফুটবল লীগ ১৫ নভেম্বর শুরু"www.footballbangladesh.com। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  5. "নারী লীগ শুরু ১৫ নভেম্বর"Daily Inqilab। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  6. "সাবিনাদের লিগে শুধু বসুন্ধরা কিংসই"www.dhakapost.com। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  7. "সাবিনা-সানজিদাদের ম্যাচ বাড়ছে"www.banglatribune.com। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  8. "মেয়েদের লীগ শুরু ১৫ নভেম্বর"www.bdnews24.com। ৯ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  9. "মহিলা লিগে জয় পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া; ড্র কুমিল্লা-রেঞ্জার্স ম্যাচ"Offside Desk। ১৬ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২ 
  10. "দল বেড়েছে নারী লীগে, খেলা হবে সেই কমলাপুরেই"Daily Kalerkantho। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২ 
  11. "Womens Football League begins Nov 15"www.unb.com.bd। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  12. "আসন্ন মহিলা ফুটবল লীগে অংশগ্রহণ করবে ফরাশগঞ্জ এসসি ওমেন"www.bff.com.bd। ৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২