ফয়জুল বারী

আনোয়ার শাহ কাশ্মীরির বই

ফয়জুল বারী আলা সহীহ আল বুখারী (আরবি: فيض الباري على صحيح البخاري) আরবি ভাষায় রচিত আনোয়ার শাহ কাশ্মীরির সহীহ বুখারীর একটি বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ।[][] এটি মূলত তার দেওয়া সহীহ বুখারীর পাঠ থেকে তার ছাত্র বদরে আলম মিরাটি সংকলন করেন। এটি ৪ খণ্ডে মিশরের মাতবাহ আল হিজাজী থেকে ১৯৩৮ সালে প্রথম প্রকাশিত হয়। এই প্রকাশনায় অর্থায়ন করে দক্ষিণ আফ্রিকার জমিয়তুল উলামা ট্রান্সভেল। এর প্রথম খণ্ডে মুহাম্মদ ইউসুফ বিন্নুরীর লিখিত আনোয়ার শাহ কাশ্মীরির পরিচয় এবং তার হাদিস বর্ণনার সনদ সংযোজিত হয়েছে।[][]

ফয়জুল বারী আলা সহীহ আল বুখারী
দারুল কলম আল ইলমিয়া’২০০৫ সংস্করণের প্রচ্ছদ
লেখকআনোয়ার শাহ কাশ্মীরি
মূল শিরোনামআরবি: فيض الباري على صحيح البخاري
ভাষাআরবি
বিষয়হাদিস
প্রকাশিত১৯৩৮
প্রকাশকমাতবাহ আল হিজাযী, মিশর
মিডিয়া ধরনশক্তমলাট
ওসিএলসি৪৭৯৪২১৮৪
এলসি শ্রেণীবিপি১৩৫.এ১২৮ এস৪৬

বদরে আলম মিরাটি ১৮৯৮ সালে উত্তর ভারতে জন্মগ্রহণ করেন। মাজাহির উলুম, সাহারানপুরে শিক্ষালাভের পর ১৯২০ সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং লেখাপড়া সমাপ্ত করে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করেন। তার মধ্যে তিনি ৪ বছর আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র হিসেবে কাটান। পরবর্তীতে ১৯২৭ সালে আনোয়ার শাহ কাশ্মীরি জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ডাভেলে চলে গেলে মিরাটিও তার সাথে ডাবেল চলে যান। ডাবেলে শিক্ষকতার পাশাপাশি তিনি আনোয়ার শাহ কাশ্মীরির পাঠদানে অংশে নেন। ছাত্র হিসেবে তিনি আনোয়ার শাহ কাশ্মীরির পাঠসমূহ সংকলন করেন। পরিপূর্ণ সংকলনের পর তিনি কাশ্মীরিকে পুনঃনিরীক্ষা করার অনুরোধ করেন। পরবর্তীতে পাণ্ডুলিপিটি ফয়জুল বারী আলা সহীহ আল বুখারী নামকরণ করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কাসেমি, মুহাম্মদ শাকিব (২০১৬)। جهود الإمام أنور شاه الكشميري في السنة وعلومها : دراسة تحليلية نقدية [সুন্নাহ এবং এর বিজ্ঞানে ইমাম আনোয়ার শাহ কাশ্মীরির প্রচেষ্টা: একটি বিশ্লেষণমূলক অধ্যয়ন] (গবেষণাপত্র) (আরবি ভাষায়)। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। পৃষ্ঠা ২৩৮–২৮৯। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ 
  2. আহমদ, মেরাজ (২০১৯)। "Contribution of Anwar Shah Kashmiri to the Hadith Literature in India" [ভারতে হাদিস সাহিত্যে আনোয়ার শাহ কাশ্মীরির অবদান] (পিডিএফ)ইনসাইট ইসলামিকাস: ১০। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১ 
  3. উসমান, ইউনুস (২০০১)। Life and works of Allamah Muhammad Anwar Shah Kashmiri [আল্লামা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরীর জীবন ও কর্ম] (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। ডারবান-ওয়েস্টভিল বিশ্ববিদ্যালয়, দক্ষিণ আফ্রিকা। পৃষ্ঠা ১০১–১০৯। 
  4. কালিম, মোহাম্মদ (২০১৭)। Contribution of Old boys of Darul uloom Deoband in Hadith Literature [হাদিস সাহিত্যে দারুল উলুম দেওবন্দের পুরনো ছাত্রদের অবদান] (গবেষণাপত্র)। ভারত: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩৩৬—৩৩৯। hdl:10603/364028 

বহিঃসংযোগ

সম্পাদনা