প্রিয় সত্যজিৎ
প্রিয় সত্যজিৎ ২০২৩ সালের আসন্ন বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। এটি প্রসূন রহমান পরিচালনা করেছেন। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে উপলক্ষে এটি নির্মাণ করা হয়েছে।[১] এতে প্রধান ভূমিকায় আছেন আহমেদ রুবেল ও মৌটুসী বিশ্বাস।
প্রিয় সত্যজিৎ | |
---|---|
পরিচালক | প্রসূন রহমান |
প্রযোজক | ইমেশন ক্রিয়েটর |
শ্রেষ্ঠাংশে | |
সম্পাদক | মাহফুজুল হক আশিক |
প্রযোজনা কোম্পানি | ট্রিবিউট ফিল্ম |
মুক্তি | আসন্ন |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনাচলচ্চিত্রির কাহিনি তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। সত্যজিৎ রায় নিজে এবং অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কিশোরগঞ্জের মসূয়ায় ঘুরতে যান নবীন নির্মাতা অপরাজিতা হক। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, সত্যজিৎ রায় নির্মিত অপু ট্রিলজির সঙ্গে জুড়ে আছে নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। আবিষ্কৃত হয় নির্মাণের আড়ালে থাকা নির্মাতার অজানা অধ্যায়, যেখানে আলো পড়ে না কখনো।
অভিনয় শিল্পী
সম্পাদনা- আহমেদ রুবেল - আসিফ মাহমুদ
- মৌটুসী বিশ্বাস - অপরাজিতা
- পঙ্কজ মজুমদার
- সাইদ বাবু
- সংগীতা চৌধুরী
- লাবণ্য চৌধুরী
- এহসানুল হক
- নুসরাত জাহান
- আবীর
নির্মাণ
সম্পাদনাকিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরান ঢাকার একটি বাড়িতে শেষ হয়েছে ছবিটির চিত্রধারণ করা হয়েছে।[২] এ মুহূর্তে চলচ্চিত্রটির প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে।
মুক্তি
সম্পাদনা২০২৩ সালে সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবসে চলচিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়।[৩][৪]
চলচিত্রটি প্রেক্ষাগৃহে বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা।
প্রিমিয়ার
সম্পাদনা‘প্রিয় সত্যজিৎ’ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। ২০২২ সালের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুভার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী হয় চলতি বছর ঢাকা লিট ফেস্টে।[৫]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাসিনেমাটি ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। চিত্র সম্পাদক মাহফুজুল হক আশিক ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সম্পাদকের সম্মানে ভূষিত হয়েছেন। এছাড়া সিনেমাটোগ্রাফি এবং সেরা ফিচার ফিল্ম বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন। "'প্রিয় সত্যজিৎ' শেষ পর্যায়ে"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, বিনোদন। "'প্রিয় সত্যজিৎ' শেষ পর্যায়ে"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সত্যজিতের প্রয়াণ দিবসে এলো 'প্রিয় সত্যজিৎ' সিনেমার ট্রেলার"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২৭। ২০২৩-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "প্রয়াণ দিবসে এল 'প্রিয় সত্যজিৎ' এর ট্রেইলার"। bdnews24। ২০২৩-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮।
- ↑ Television, Jamuna। "মুক্তি পেলো 'প্রিয় সত্যজিৎ'এর ট্রেলার"। যমুনা টিভি (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮।
- ↑ "একাধিক সম্মাননায় প্রিয় সত্যজিৎ"। দৈনিক ইত্তেফাক। ২০২৩-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৮।