প্রাগপুর ইউনিয়ন
প্রাগপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার একটি ইউনিয়ন।[১] [২]
প্রাগপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে প্রাগপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°০′১৫″ উত্তর ৮৮°৪৬′৮″ পূর্ব / ২৪.০০৪১৭° উত্তর ৮৮.৭৬৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | কুষ্টিয়া জেলা |
উপজেলা | দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া |
ইউনিয়ন | প্রাগপুর |
সদরদপ্তর | মহিষকুন্ডি |
প্রতিষ্ঠা | ১৯৫০ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ আশরাফুজ্জামান (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৮ বর্গকিমি (১১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৯,৬৬২ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭০৫২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাদৌলতপুর উপজেলা সদর হতে সড়ক পথে ১৫.৯ কিঃ মিঃ দুরত্বে অবস্থিত। সীমানাঃ পূর্বে মথুরাপুর ইউনিয়ন, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত, উত্তরে রামকৃষ্ণপুর ইউনিয়ন, দক্ষিণে আদাবাড়িয়া ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাকুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ। স্থাপিত ১৯৫০ সালে। আজ প্রাগপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
গ্রাম সমূহ
সম্পাদনাগ্রাম সংখ্যাঃ ১৮ টি । গ্রাম সমূহ – চক বিলগাতুয়া, রঘুনাথপুর, চক জয়পুর, নতুন পাকুড়িয়া, গোপালপুর, জামালপুর, মাদাপুর, দাড়ের পাড়া, মিরের পাড়া, বিলগাতুয়া, ইসলাম নগর, পাকুড়ীয়া, মুসলিমনগর, গোড়ার পাড়া, জয়পুর, প্রাগপুর, মহিষকুন্ডি, ময়রামপুর।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন- ২৮ বর্গ কিঃ মিঃ। ৩৯৬৬২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী) ।
শিক্ষা
সম্পাদনাপ্রাগপুর ইউনিয়নের শিক্ষার হার ৫১% (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারী ১৩ টি
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৮ টি
- মাদ্রাসাঃ ০৩ টি
- মসজিদ ১৯ টি
- মন্দির ০১ টি
হাট বাজার
সম্পাদনা০৬ টি।
খাল ও নদী
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনাআরও পড়ুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রাগপুর ইউনিয়ন"। pragpurup.kushtia.gov.bd। ২০১৯-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫।
- ↑ "প্রাগপুর ইউনিয়ন"। http://bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা[[বিষয়শ্রেণী: দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া]