প্রস্থানত্রয় বা প্রস্থানত্রয়ী (সংস্কৃত: प्रस्थानत्रयी, IAST: Prasthānatrayī) বলতে হিন্দু দর্শনের (প্রধানত বেদান্ত দর্শন তিনটি প্রধান ধর্মগ্রন্থকে বোঝায়। এগুলি হল:[]

  1. উপনিষদ্‌ বা উপদেশ-প্রস্থান বা শ্রুতি-প্রস্থান
  2. ভগবদ্গীতা বা সাধন-প্রস্থান বা স্মৃতি-প্রস্থান
  3. ব্রহ্মসূত্র বা ন্যায়-প্রস্থান বা যুক্তি-প্রস্থান

প্রধান উপনিষদের সংখ্যা বারো বা তেরো। এছাড়াও অসংখ্য অপ্রধান উপনিষদ রয়েছে। ভগবদ্গীতা মহাভারত-এর অংশ। ব্রহ্মসূত্র (বা বেদান্ত-সূত্র) হল উপনিষদ ও গীতার বিস্তারিত ব্যাখ্যা।

বেদান্ত দর্শনের প্রধান তিনটি শাখার প্রবর্তক, যথা, আদি শঙ্কর, রামানুজাচার্য, নিম্বার্কাঁচার্যমাধবাচার্য প্রস্থানত্রয়ের ভাষ্য লিখেছেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Vepa, Kosla. The Dhaarmik Traditions. Indic Studies Foundation.