প্রবেশদ্বার:ইসলাম/আজাকি/২
- ... যে , প্রেসবাইটেরিয়ান মহিলা কলেজ তাঁর মেয়েদের স্কুলে হিজাব পরার অনুমতি না দেওয়ায় , সালমা ইহরাম গ্রিনেক্রিতে আল-নূরী মুসলিম প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন ; এবং পরবর্তীতে সিডনির নূর আল হুদা ইসলামিক কলেজ এর প্রধানশিক্ষিকা হয়েছিলেন ?
- .... যে , মাছআব্ ইবনে উমায়ের ( রা : ) ছিলেন প্রথম সাহাবী দূত , যাঁকে নবী ( সা : ) মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন মদিনাবাসীকে ইসলামের দিকে ডাকা ও ইসলামের শিক্ষা দেওয়া এবং হিজরতের জন্য প্রস্তুত ( তাবলীগ ) করার জন্য ; এবং সেপ্টেম্বর ৬২২ খ্রিষ্টাব্দে যখন নবী ( সা : ) পৌছান , তখন মদিনার ছিল দশ হাজারজন মুসলমান ?
- ..... যে ,অনেক ইরানী নারী ঘর থেকে বের হওয়া পছন্দ করেন না । রেজা শাহের কাশফ-ই হিজাব ডিক্রী'র কারণে হিজাব সরানো এড়াতে তাদের কেউ কেউ এমনকি আত্মহত্যাও করেছেন ?
- ... যে , ইরানের সবোর্চ্চ মুসলিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই , পারমানবিক অস্ত্র অধিগ্রহণ, উন্নয়ন এবং ব্যবহার নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেছিলেন ?
- ... উজাইরকে ইহুদিরা "ঈশ্বরের পুত্র" মনে করতো?