প্রদীপ রঞ্জন চক্রবর্তী
প্রদীপ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
প্রদীপ রঞ্জন চক্রবর্তী | |
---|---|
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ নভেম্বর ২০২২ | |
পূর্বসূরী | মফিজুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নেত্রকোনা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
প্রাথমিক জীবন
সম্পাদনাপ্রদীপ রঞ্জন চক্রবর্তী নেত্রকোনার আটপাড়া উপজেলার পাহাড় পুরের এলাকার শহীদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাপ্রদীপ রঞ্জন চক্রবর্তী বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী করেন। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পরিকল্পনা বিভাগের সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ২০২২ সালে তিনি পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাবেক সচিব প্রদীপ প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারপারসন"। ঢাকা পোস্ট। ৮ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।
- ↑ "প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী"। জাগোনিউজ২৪.কম। ৮ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।
- ↑ "প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী"। বাংলা ট্রিবিউন। ৮ নভেম্বর ২০২২। ৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।