প্রথম মাহমুদ, সেলজুক সুলতান
নাসিরুদ্দিন মাহমুদ প্রথম সেলজুক সাম্রাজ্যের ১০৯২ থেকে ১০৯৪ সাল পর্যন্ত সুলতান ছিলেন।[১] তিনি সুলতান হিসেবে প্রথম মালিক শাহের স্থলাভিষিক্ত হন, কিন্তু তিনি মালিক শাহ এবং আল্প আরসালান দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করতে পারেননি।
প্রথম মাহমুদ | |||||
---|---|---|---|---|---|
সেলজুক সাম্রাজ্যের সুলতান | |||||
রাজত্ব | ১৯ নভেম্বর ১০৯২ – অক্টোবর ১০৯৪ | ||||
রাজ্যাভিষেক | ১৯ নভেম্বর ১০৯২ | ||||
পূর্বসূরি | প্রথম মালিক শাহ | ||||
উত্তরসূরি | বারকিয়ারুক | ||||
রাজপ্রতিভূ | তেরকেন খাতুন | ||||
জন্ম | ১০৮৭ | ||||
মৃত্যু | অক্টোবর ১০৯৪ (বয়স ৭) | ||||
| |||||
পিতা | প্রথম মালিক শাহ | ||||
মাতা | তেরকেন খাতুন | ||||
ধর্ম | সুন্নি ইসলাম |
সিংহাসন ও মৃত্যু
সম্পাদনামালিক শাহের স্ত্রী তেরকেন খাতুন তার চার বছরের ছেলে মাহমুদের জন্য সিংহাসন জয়ের চেষ্টা করেছিলেন। তাকে বাগদাদে সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছিল।
মালিক শাহের বড় ছেলে বারকিয়ারুককেও সুলতান ঘোষণা করা হয়েছিল এবং হামাদানের কাছে বোরুজার্ডে দুই দাবিদারের সেনাবাহিনী যুদ্ধ করে। বারকিয়ারুকের বাহিনী জয়লাভ করে এবং রাজধানী ইসফাহান দখল করে। এরপর মাহমুদ ও তার মাকে উজির নিযামুল মুলকের পরিবারের হাতে হত্যা করা হয়।
মালিক শাহ প্রথমের মৃত্যুর পর উত্তরাধিকারী রাজ্যগুলো মহান সেলজুক সাম্রাজ্য থেকে বিভক্ত হয়ে যায়।[২] আনাতোলিয়ায় মালিক শাহ প্রথমের উত্তরাধিকারী হয়েছিলেন কিলিজ আরসালান প্রথম, যিনি ইসফাহান থেকে পালিয়ে এসেছিলেন এবং সিরিয়ায় মাহমুদের চাচা তুতুশ প্রথম। আলেপ্পো এবং আমিদের অন্যান্য গভর্নররাও স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেলজুক রাজ্যের এই অনৈক্য প্রথম ক্রুসেডের অপ্রত্যাশিত সাফল্যের জন্য খুব দ্রুতই রাস্তা খুলে দেয়, যেটি ১০৯৬ সালে শুরু হয়েছিল।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ International encyclopaedia of Islamic dynasties, Ed. Nagendra Kr Singh, (Anmol Publication PVT Ltd., 2005), 1076.
- ↑ Asbridge, Thomas S., The Crusades: The Authoritative History of the War for the Holy Land, (Harper Collins, 2010), 22.
- ↑ Asbridge, Thomas S., The First Crusade: A New History, (Oxford University Press, 2004), 334.
সূত্র
সম্পাদনা- Bosworth, C. E. (১৯৬৮)। "The Political and Dynastic History of the Iranian World (A.D. 1000–1217)"। The Cambridge History of Iran, Volume 5: The Saljuq and Mongol periods। Cambridge University Press। পৃষ্ঠা 1–202। আইএসবিএন 978-0-521-06936-6। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২২।
- Peacock, A. C. S. (২০১৫)। The Great Seljuk Empire। Edinburgh University Press। পৃষ্ঠা 1–378। আইএসবিএন 978-0-7486-3826-0।
পূর্বসূরী প্রথম মালিক শাহ |
সেলজুক সাম্রাজ্যের সুলতান ১৯ নভেম্বর ১০৯২ – অক্টোবর ১০৯৪ |
উত্তরসূরী বারকিয়ারুক |