প্রথম জাতীয় সংসদ
প্রথম জাতীয় সংসদ (৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫) ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়।[১] বাংলাদেশ স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শেখ মুজিবুর রহমানকে প্রধান করে সরকার গঠন করে। ৭ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন ও সংরক্ষিত মহিলা আসনের ১৫ জনসহ মোট ৩১৫ জন সংসদ সদস্য নিয়ে প্রথম সংসদ যাত্রা শুরু করে।[২] এ সংসদ ২ বছর ৬ মাস স্থায়ী ছিল।[৩] মোহাম্মদউল্লাহ সংসদের স্পিকার এবং মোহাম্মদ বায়তুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে মোহাম্মদউল্লাহ রাষ্ট্রপতি হওয়ার পর আব্দুল মালেক উকিল স্পিকার নির্বাচিত হন।[২] প্রথম সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলেন না।[৪]
প্রথম জাতীয় সংসদ | |
---|---|
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ২ বছর ৬ মাস |
ইতিহাস | |
শুরু | ৭ এপ্রিল ১৯৭৩ |
বিলুপ্তি | ৬ নভেম্বর ১৯৭৫ |
পূর্বসূরী | বাংলাদেশ গণপরিষদ |
উত্তরসূরী | দ্বিতীয় জাতীয় সংসদ |
নেতৃত্ব | |
গঠন | |
আসন | ৩১৫ |
রাজনৈতিক দল | সরকার(২৯৩)
বিরোধী দল(২)
অন্যান্য
|
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | প্রথম জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন |
সভাস্থল | |
জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
ওয়েবসাইট | |
http://www.parliament.gov.bd/ |
এ সংসদ চলমান থাকা অবস্থায় ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীবলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়[৫] এবং দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয়।[৬] শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হন এবং মুহাম্মদ মনসুর আলী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংগঠিত হয়। পরবর্তীতে ৬ নভেম্বর পর্যন্ত এ সংসদ কার্যকর ছিল।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনানাম | আলোকচিত্র | পদবী | কার্যকাল | রাজনৈতিক দল |
---|---|---|---|---|
মোহাম্মদউল্লাহ | স্পিকার | ৭ এপ্রিল ১৯৭৩ - ২৬ জানুয়ারি ১৯৭৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আব্দুল মালেক উকিল | স্পিকার | ২৭ জানুয়ারি ১৯৭৪ - ৫ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মোহাম্মদ বায়তুল্লাহ | ডেপুটি স্পিকার | ৭ এপ্রিল ১৯৭৩ - ৫ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
শেখ মুজিবুর রহমান | সংসদ নেতা | ৭ এপ্রিল ১৯৭৩ - ২৫ জানুয়ারি ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
সৈয়দ নজরুল ইসলাম | সংসদ উপনেতা | ৭ এপ্রিল ১৯৭৩ - ২৫ জানুয়ারি ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মুহাম্মদ মনসুর আলী | সংসদ নেতা | ২৫ জানুয়ারি ১৯৭৫ - ১৫ আগস্ট ১৯৭৫ | বাকশাল | |
শাহ মোয়াজ্জেম হোসেন | চীফ হুইপ | ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
আবদুর রউফ (নীলফামারীর রাজনীতিবিদ) | ডেপুটি চীফ হুইপ | ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
মোহাম্মদ হানিফ | হুইপ | ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
রিয়াজ উদ্দিন আহমেদ | হুইপ | ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
রাফিয়া আখতার ডলি | হুইপ | ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tenure of All Parliaments"। www.parliament.gov.bd। ১২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)। জাতীয় সংসদ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "জাতীয় সংসদ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।
- ↑ "সকল বিরোধীদলীয় নেতার তালিকা"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
- ↑ Ahmed, Moudud,। Bangladesh, era of Sheikh Mujibur Rahman (Fifth impression সংস্করণ)। Dhaka, Bangladesh। আইএসবিএন 978-984-506-226-8। ওসিএলসি 940932574।
- ↑ Mitra, Subrata Kumar; Enskat, Mike; Spiess, Clemens (২০০৪)। Political Parties in South Asia (ইংরেজি ভাষায়)। Greenwood Publishing Group। পৃষ্ঠা ২২৬। আইএসবিএন 978-0-275-96832-8।