কামারউদ্দিন খান, প্রথম আসাফ জাহ

অষ্টাদশ শতাব্দীর হায়দ্রাবাদের নিজাম
(প্রথম আসাফ জাহ থেকে পুনর্নির্দেশিত)

মীর কামার-উদ-দীন খান সিদ্দিকি (উর্দু: نظام الملک آصف جاہ اول‎‎; ২০ আগস্ট ১৬৭১-১ জুন ১৭৪৮) একজন মুঘল ও তুর্কি শাসক। তিনি আসাফ জাহি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত। তিনি ভারতে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি চিন কিলিচ খান নামেও পরিচিত, এই উপাধী তাকে সম্রাট আওরঙ্গজেব প্রদান করেন।

মীর কামারউদ্দিন খান সিদ্দিকি
চিন কিলিচ খান, নিজামুল মুলক, আসাফ জাহ
প্রথম আসাফ হায়, ইয়ামিন-উস-সালতানাত, রুকন-উস-সালতানাত, জুমলাত-উল-মুলক, মাদার-উল-মাহাম, নিজামুল মুলক, খান-ই-খানান, খান-ই-দাওরান, নওয়াব মীর গাজিউদ্দিন খান সিদ্দিকি বাহাদুর, ফাতেহ জং, সিপাহ সালার, নওয়াব সুবাদার-ই-দাকান
রাজত্ব৩১ জুলাই ১৭২৪ – ১ জুন ১৭৪৮
রাজ্যাভিষেক৩১ জুলাই ১৭২৪
পূর্বসূরিনেই
উত্তরসূরিনাসির জং
জন্ম২০ আগস্ট ১৬৭১
আগ্রা, মুঘল সাম্রাজ্য
(বর্তমান উত্তর প্রদেশ, ভারত)
মৃত্যু১ জুন ১৭৪৮ (৭৬ বছর)
বুরহানপুর, মুঘল সাম্রাজ্য
(বর্তমান মধ্যপ্রদেশ, ভারত)
সমাধি
দাম্পত্য সঙ্গীউমদা বেগম, সাইদউন্নিসা বেগম
বংশধর৬ পুত্র, ৭ কন্যা
প্রাসাদআসাফ জাহি রাজবংশ
পিতানওয়াব প্রথম গাজিউদ্দিন খান ফিরোজ জং সিদ্দিকি বাহাদুর (ফারজান্দ-ই-আরজুমান্দ) গাজিউদ্দিন সিদ্দিকি
মাতাওয়াজিরউন্নিসা বেগম

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

কামারউদ্দিন খান, প্রথম আসাফ জাহ
পূর্বসূরী
None
হায়দ্রাবাদের নিজাম
১৭২০ – ১৭৪৮
উত্তরসূরী
নাসির জং