প্রকাশ পোদ্দার
প্রকাশ চন্দ্র পোদ্দার (১৮ অক্টোবর ১৯৪০ - ২৯ ডিসেম্বর ২০২২) [১][২] একজন ভারতীয় প্রথম-শ্রেণীর ক্রিকেটার যিনি বাংলা ক্রিকেট দল এবং রাজস্থান ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন। তার খেলার কেরিয়ারের পর, তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার (টিআরডিও) হন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | Prakash Chandra Poddar | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | Calcutta, Bengal Province, British India | ১৮ অক্টোবর ১৯৪০|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৯ ডিসেম্বর ২০২২ Hyderabad, India | (বয়স ৮২)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | Right-handed | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | Leg break googly | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | Top-order batsman; occasional wicket-keeper | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
1960/61–1976/77 | Bengal | |||||||||||||||||||||||||||||||||||||||
1964/65–1966/67 | Rajasthan | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ESPNcricinfo, 7 January 2016 |
কর্মজীবন
সম্পাদনাএকজন ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান, পোদ্দার বাংলা, রাজস্থান, ইস্ট জোন, সেন্ট্রাল জোনের হয়ে ৭৪টি প্রথম-শ্রেণীর ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি ভারতের হয়ে অনানুষ্ঠানিক টেস্ট খেলেছেন।[৩] এবং ইরানি কাপে এবং ট্যুর গেমে বোর্ড প্রেসিডেন্ট দলের হয়ে রেস্ট অফ ইন্ডিয়ার হয়েও উপস্থিত ছিলেন। ১৯৬৪ সালের জানুয়ারিতে, বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে খেলা, পোদ্দার জন প্রাইস, জেফ জোন্স, ব্যারি নাইট, জন মর্টিমোর এবং ডোনাল্ড উইলসনের সমন্বয়ে গঠিত মেরিলেবোন ক্রিকেট ক্লাব বোলিং আক্রমণের বিরুদ্ধে অপরাজিত ১০০ রান করেন।[৪] পোদ্দার রাজস্থানের সাথে তার তিন বছরের মেয়াদে দুটি রঞ্জি ফাইনালে উপস্থিত ছিলেন।[৫] তিনি ১৯৭০-৭১ রঞ্জি ট্রফিতে ৭০.২৫ গড়ে ৫৬২ রান করে তৃতীয়-সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, [৬] বিদর্ভের বিরুদ্ধে বাংলার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৯৯ রানে আউটের সর্বোচ্চ স্কোর।[৭] তিনি তার ক্যারিয়ারে কয়েকটি ম্যাচে বাংলার অধিনায়কত্ব করেন এবং ১৯৭৬/৭৭ মৌসুমের পর অবসর নেন।
অবসর নেওয়ার পর, পোদ্দার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতে ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট উইংয়ের ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার (টিআরডিও) হিসাবে কাজ করেন। ২০০৩ সালে একটি ম্যাচ চলাকালীন মহেন্দ্র সিং ধোনিকে "আবিষ্কার"কারী ব্যক্তি হিসাবে পোদ্দারকে কৃতিত্ব দেওয়া হয়।[৮][৯][১০][১১] পোদ্দার ধোনি সম্পর্কে তার পর্যবেক্ষণ লিখেছেন, "বলের ভালো স্ট্রাইকার; তার অনেক ক্ষমতা আছে কিন্তু তার উইকেট কিপিংয়ে কাজ করতে হবে। টেকনিক্যালি খুব একটা ভালো না। রানের বিটুইন উইকেটে খুব ভালো।" তিনি ধোনিকে জাতীয় ক্রিকেট একাডেমিতে সুপারিশ করেন এবং ধোনি ২০০৩/০৪ সালে ভারত এ এবং তারপর জাতীয় দলের হয়ে খেলতে যান। পোদ্দার মাত্র এক বছর টিআরডিও ছিলেন।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Prakash Poddar, former Indian cricketer who first recommended MS Dhoni to BCCI, dies"। Hindustan Times। ৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ Roy, Goutam (৩ জানুয়ারি ২০২৩)। "Prakash Podder: ধোনিকে প্রথম চিহ্নিত করেছিলেন, প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রকাশ পোদ্দার"। bengali.abplive.com। ABP Ananda। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Cheering for cricket"। Times of India। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Indian Board President's XI v Marylebone Cricket Club in 1963/64" । CricketArchive। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "First-Class Matches played by Prakash Poddar" । CricketArchive। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Batting and Fielding in Ranji Trophy 1970/71 (Ordered by Runs)" । CricketArchive। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Bengal v Vidarbha in 1970/71" । CricketArchive। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ ক খ Magotra, Ashish। "The man who discovered Mahendra Singh Dhoni"। Firstpost। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Bring back the scouts"। Mumbai Mirror। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।
- ↑ "The man who can read the past and the future"। The Telegraph। ২৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।
- ↑ Ezekiel, Gulu (১ এপ্রিল ২০১৩)। Captain Cool: The MS Dhoni Story। Westland। পৃষ্ঠা 224। আইএসবিএন 9382618252।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশ পোদ্দার (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে প্রকাশ পোদ্দার (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)