পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়

পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয় (পূর্বনাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়) বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
পুরান মোগলটুলী, বংশাল, পুরান ঢাকা

স্থানাঙ্ক২৩°৪২′৫৭″ উত্তর ৯০°২৪′৩৭″ পূর্ব / ২৩.৭১৫৯৩৮° উত্তর ৯০.৪১০৪১১° পূর্ব / 23.715938; 90.410411
তথ্য
প্রাক্তন নামশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল২৫ মার্চ ২০০৬ (2006-03-25)
প্রতিষ্ঠাতাসাদেক হোসেন খোকা, ঢাকা সিটি কর্পোরেশন
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
অন্তর্ভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

প্রতিষ্ঠা ও নামকরণ সম্পাদনা

২০০৬ খ্রিষ্টাব্দে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা সিটি কর্পোরেশনের সহায়তায় প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং একই বছরের ২৫ মার্চ এর উদ্বোধন করেন।[১]

২০২০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিদ্যালয়টির নাম পরিবর্তন করে "পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়" নামকরণ করে।[১][২] বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নামকরণের বিরোধিতা জানায়।[১] দলটি এই নাম পরিবর্তনকে "প্রতিহিংসামূলক" হিসেবে আখ্যা দেয় এবং প্রতিবাদে বিদ্যালয়ের নতুন নামফলক কালি দিয়ে মুছে দেয়।[৩][৪]

শিক্ষার্থী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিএনপির নিন্দা"। জাগোনিউজ২৪। ২৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২০ 
  2. "মোগলটুলীর 'শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের' নাম পরিবর্তনের নিন্দা বিএনপির"। ইউএনবি। ২৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২০ 
  3. "জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ"। মানব জমিন। ২৯ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২০ 
  4. "ইশরাকের নেতৃত্বে বিক্ষোভ: কালিতে লেপটে দেওয়া হলো জিয়ার নামে স্কুলের নতুন নাম"। বাংলাদেশ প্রতিদিন। ৩০ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২০