পুণ্য দত্ত

ভারতীয় ক্রিকেটার

পুণ্য দত্ত (২১ জুন ১৯২৪ – ১২ নভেম্বর ২০১৬) ছিলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি বাংলা এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন।[১] [২] ১৯৪৪-৪৫ থেকে ১৯৫৫-৫৬ পর্যন্ত বিস্তৃত প্রথম-শ্রেণীর ক্যারিয়ারে, দত্ত সর্বোচ্চ ১৪৩ রানের সাথে ১,৪৫৯ রান করেছিলেন। ব্যাট হাতে তার গড় ২৯.৭৭, ৪টি সেঞ্চুরি ও ৫টি অর্ধশতক এবং ১২টি ক্যাচ ধরেছিলেন। তিনি ৩৭.০৯ এ ৪১ উইকেট দখল করেছিলেন এবং তার সেরা ইনিংস পরিসংখ্যান ছিল ৫২ রানে ৫ উইকেট।

পুণ্য দত্ত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপুণ্যব্রত দত্ত
জন্ম(১৯২৪-০৬-২১)২১ জুন ১৯২৪
সিলেট, আসাম প্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যু১২ নভেম্বর ২০১৬(2016-11-12) (বয়স ৯২)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ডাকনামবাদল দা
ব্যাটিংয়ের ধরনবাম-হাতি
বোলিংয়ের ধরনবাঁ-হাতি মাঝারি
ভূমিকাঅলরাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৪৪/৪৫–১৯৫৫/৫৬বাংলা
১৯৪৭কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
উৎস: Cricinfo, ২৭ মার্চ ২০১৬

১৯৪৪-৪৫ সালে ইডেন গার্ডেনে ইউনাইটেড প্রভিন্সের বিরুদ্ধে কোচবিহারের মহারাজার নেতৃত্বে বাংলার হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় দত্ত। [৩] কলকাতার আসুতোষ কলেজে পড়ার পর তিনি কেমব্রিজের ট্রিনিটি হলে যান । তার নতুন বছরের শেষে তিনি ১৯৪৭ সালে ১৩টি প্রথম-শ্রেণীর ম্যাচে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন, ২২.৮৫ এ ৩২০ রান করেন এবং ৪০.৬৮ এ ২৯ উইকেট নেন এবং তার ব্লু জয় করেন। [৪] ভারতে ফিরে তিনি বাংলার প্রতিনিধিত্ব অব্যাহত রাখেন, ১৯৫২-৫৩ সালে রঞ্জি ট্রফির ফাইনালে ১৪১ রান করেন।[৫]

বাংলায় ক্রিকেটে তার অবদানের স্বীকৃতিস্বরূপ দত্ত ২০০৪ সালে কার্তিক বোস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। তিনি ২০০৮-০৯ থেকে ২০১২-১৩ পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল -এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি কলকাতা ক্রিকেট ও ফুটবল ক্লাবের সভাপতিও ছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Punya Datta"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬ 
  2. "The Home of CricketArchive" 
  3. "Bengal v United Provinces 1944-45"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬ 
  4. Wisden 1948, pp. 570-71.
  5. "Bengal v Holkar 1952-53"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬ 
  6. "The CAB"। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা