পুইশুর ইউনিয়ন

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন

পুইশুর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন[১][২]

পুইশুর
ইউনিয়ন
পুইশুর ইউনিয়ন পরিষদ
পুইশুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
পুইশুর
পুইশুর
পুইশুর বাংলাদেশ-এ অবস্থিত
পুইশুর
পুইশুর
বাংলাদেশে পুইশুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব / ২৩.২১৫০০° উত্তর ৮৯.৭০২৫০° পূর্ব / 23.21500; 89.70250 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাকাশিয়ানী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অন্তর্গত একটি গ্রাম। ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে পুইশুর গ্রামের নামে। গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও লেখাপড়া, খেলা ধুলা ও অন্যান্য সামাজিক খাতে গ্রামটির সুনাম রয়েছে। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ও পাশ করে দেশের সরকারি ও বেসরকারি উচ্চপদে কর্মরত আছে এই গ্রামের কৃতি সন্তানেরা। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য দৃষ্টিগ্রাহী। বিশেষ করে বর্ষাকালে চারিদিকে পানিতে ডুবে গেলে গ্রামটিকে দেখায় একটি দ্বীপের মত। গ্রামটির চারপাশে ডাঙ্গা ও বিল থাকায় এখনো দেশীয় মাছের সমারোহ দেখা যায়।

গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী উপজেলাধীন একটি ইউনিয়ন যার দক্ষিণে জোতকুরা, ঘোনাপাড়া ও বলাকৌর গ্রাম অবস্থিত, উত্তরে শুকতাগ্রাম, নাটগ্রাম ও তেঁতুলিয়া গ্রাম অবস্থিত, পূর্বে হাতিয়াড়া ও সিংগা গ্রাম অবস্থিত এবং পশ্চিমে বেথুড়ী, রামদিয়া ও ঘৃতকান্দি গ্রাম অবস্থিত। পুইশুর ইউনিয়নে মোট ৬ টি গ্রাম অবস্থিত। যথা- ১. পুইশুর(একাংশ; পুইশুর গ্রামের অন্য অংশ হাতিয়াড়া ইউনিয়ের অন্তর্ভূক্ত) ২. সীতারামপুর ৩. দেবাসুর ৪. কড়িগ্রাম ৫. যদুপুর ৬. চন্দ্রদ্বীপ।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

শিক্ষা: অত্র ইউনিয়নের অন্তর্ভূক্ত প্রত্যেক ওয়ার্ডে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সীতারামপুর গ্রামে অবস্থিত মোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক শিক্ষা স্তরের প্রধানতম শিক্ষা প্রতিষ্ঠান। দুঃখজনক হলেও সত্য যে, এই ইউনিয়নে কোনো মহাবিদ্যালয় সমমানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান: বর্ষাকালে পুইশুর ইউনিয়নের অন্তর্ভূক্ত বিলগুলোতে ভোরবেলায় যখন শাপলা ফুল ফোটে তখন এক মনোরম দৃশ্যের অবতারণা হয়। এছাড়া বর্ষায় চারপাশের চরাচর যখন থৈ থৈ জলে ভরে যায় তখন বিশুদ্ধ বাতাসসমৃদ্ধ অপরূপ এক রূপ ধারণ করে গ্রামগুলো।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:

★প্রিন্সিপ্যাল আইউবুর রহমান সিকদার— তিনি রামদিয়া সরকারি এসকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ। জগন্নাথ সরকারী কলেজের অধ্যাপক পদে নিয়োজিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর এবং তার চাচাত বোন রানু বেগমের (খান সাহেবের মেয়ে) স্বামী।

★খিজির হায়াত লিজু— মহামান্য হাই কোর্টের স্থায়ী বিচারপতি।

★এস এম জিয়াউর রহমান সিকদার(লিংকন)— বিশেষ বিভাগীয় জেলা জজ,ঢাকা।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: জনাব মো: কামরুল ইসলাম সিকদার

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
ক্রমিক নং নাম মেয়াদ
০১ জনাব ডা: এস এম আমজাদ হোসেন (সামাদ) ১৯৬২–১৯৮৫
০২ জনাব মো: কামরুল ইসলাম সিকদার ১৯৮৯–১৯৯৪,

২০০৪–২০১৩, ২০২১–বর্তমান

০৩ জনাব মো: সিরাজ সিকদার ১৯৮৫–১৯৮৯
০৪ জনাব মো: গাউজ সিকদার (পটু) ১৯৯৯–২০০৪,

২০১৩–২০১৭

০৫ জনাব জিন্দার আলী সিকদার ১৯৯৪–১৯৯৯
০৬ জনাব মোল্লা আলীউজ্জামান পান্নু (পানা) ২০১৭–২০২১
০৭

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পুইশুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "কাশিয়ানী উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০