পিরব ইউনিয়ন
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
পিরব ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[৩]
পিরব ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৪ নং পিরব ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শিবগঞ্জ উপজেলা, বগুড়া |
সরকার | |
• চেয়ারম্যান | আসিফ মাহমুদ মিলটন [১] |
আয়তন | |
• মোট | ৯.১০ বর্গকিমি (৩.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৫০০ [২] |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাইউনিয়নটির পূর্বে জামুরহাট, উত্তরে আটমূল ইউনিয়ন এবং পশ্চিমে জয়পুরহাট জেলার ক্ষেতলাল ও কালাই থানার সীমানার পার্শ্বে অবস্থিত।
যোগাযোগ
সম্পাদনাবগুড়া জেলা হতে সড়ক পথে ২২ কি: মি: এবং উপজেলা সদর থেকে ১২ কি.মি পথ অতিক্রম করে বাস, সিএনজি ও অটোরিকশা করে এই ইউনিয়নে যাতায়াত করা যায়।
আয়তন
সম্পাদনাএই ইউনিয়নের মোট আয়তন ৯.১০ বর্গকিলোমিটার[২]
ইতিহাস
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাএই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৫০০ জন।[২]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাএই ইউনিয়ন ২২টি গ্রাম ও ১৯টি মৌজা নিয়ে গঠিত। [২]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাএই ইউনিয়নের সাক্ষরতার হার ৭০% এখানে ৮টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা রয়েছে।[২]
হাট-বাজার
সম্পাদনা- সিহালী হাট
- জানগ্রাম হাট
- খয়রাপুকুর হাট
জনপ্রতিনিধি
সম্পাদনাইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসিফ মাহমুদ মিলটন।[১]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাপিরব ইউনিয়নে ধর্মীয় উপাসনালয়ের মধ্যে মসজিদ ও মন্দির আছে। এখানে অন্য কোনো ধর্মের উপাসনালয় নেই।
দর্শনীয় স্থান
সম্পাদনা- গোমতী নদী
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বগুড়ায় জয়ী হলেন যারা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ "এক নজরে ইউনিয়ন পরিচিতি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০।
- ↑ "পিরব ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২০।