পিপলস ডেমোক্রেসি
পিপলস ডেমোক্রেসি হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সাপ্তাহিক সংবাদপত্র। প্রকাশ কারাত, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পত্রিকাটির সম্পাদক। নয়াদিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, আগরতলা, [১] এবং কোচি থেকে জার্নালটির ছয়টি সংস্করণ রয়েছে। [২]
ধরন | সাপ্তাহিক পত্রিকা |
---|---|
প্রতিষ্ঠাতা | জ্যোতি বসু |
সম্পাদক | প্রকাশ কারাত |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৫ |
রাজনৈতিক মতাদর্শ | সমাজতন্ত্র ও সাম্যবাদ |
ওয়েবসাইট | peoplesdemocracy |
ইতিহাস
সম্পাদনাপিপলস ডেমোক্রেসি ১৯৬৫ সালে জ্যোতি বসু প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৬ সালে এর প্রায় ২৫,০০০ কপি প্রচলন ছিল। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "PD Launches Agartala Edition On Anti-Fascist Day"। ৩০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২।
- ↑ "Kochi Edition Of People's Democracy Launched"। ৩০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২।
- ↑ CPM all set to reach market through People’s Democracy