পিটার হিগস
ব্রিটিশ পদার্থবিজ্ঞানী
পিটার ওয়ের হিগস এফআরএস (জন্ম: ২৯ মে, ১৯২৯) একজন ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক।[২]
পিটার হিগস | |
---|---|
![]() পিটার হিগস, এপ্রিল ২০০৯ | |
জন্ম | পিটার ওয়ের হিগস ২৯ মে ১৯২৯ টাইনের তীরে নিউক্যাসল, ইংল্যান্ড |
বাসস্থান | এডিনবরা, স্কটল্যান্ড |
জাতীয়তা | ব্রিটিশ |
কর্মক্ষেত্র | পদার্থবিদ্যা (তাত্ত্বিক) |
প্রতিষ্ঠান | এডিনবরা বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন কিংস কলেজ লন্ডন ইউনিভার্সিটি কলেজ লন্ডন |
প্রাক্তন ছাত্র | কিংস কলেজ লন্ডন |
সন্দর্ভসমূহ | সাম প্রবলেমস ইন দ্যা থিওরি অফ মলিকিউলার ভাইব্রেশান্স (১৯৫৫) |
পিএইচডি উপদেষ্টা | চার্লস কুলসন[১] |
পিএইচডি ছাত্ররা | ক্রিস্টোফার বিশপ লুইস রাইডার ডেভিড ওয়ালেস[১] |
পরিচিতির কারণ | Broken symmetry in electroweak theory হিগস বোসন হিগস ক্ষেত্র হিগস কার্যপ্রণালী |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() পদার্থবিদ্যায় উলফ পুরস্কার (২০০৪) সাকুরাই পুরস্কার (২০১০) দিরাক মেডেল (১৯৯৭) কপলি পদক (২০১৫) |
ওয়েবসাইট www |
১৯৬০ সালে ইলেক্ট্রোউইক তত্ত্বে ভগ্ন প্রতিসাম্য বিষয়ক একটি প্রস্তাবনার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। তার এ প্রস্তাবনার মাধ্যমে অতিপারমাণবিক কণিকাসমূহের, বিশেষ করে ডব্লিউ ও জি বোসন কণিকার ভরের উৎস সম্পর্কে ধারণা পাওয়া যায়। হিগসের সমসাময়িক আরও কয়েকজন বিজ্ঞানে একই রকম প্রস্তাবনা রাখলেও এ প্রক্রিয়াটি হিগস কার্যপ্রণালী নামে পরিচিতি পায়। একই সাথে এই কার্যপ্রণালীটি হিগস বোসন নামে একটি নতুন কণার অস্তিত্ব সম্পর্কে ধারণা দেয় (যেটা "আধুনিক পদার্থবিদ্যায় সর্বাধিক অনুসন্ধানকৃত কণা" নামে পরিচিত[৩][৪])। ২০১৩ সালে তিনি ফ্রাঁসোয়া অ্যাংলার্টের সাথে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে পিটার হিগস
- ↑ Griggs, Jessica (Summer 2008) The Missing Piece ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১৩ তারিখে Edit the University of Edinburgh Alumni Magazine , Page 17
- ↑ Griffiths, Martin (20070501) physicsworld.com The Tale of the Blog's Boson Retrieved on 2008-05-27
- ↑ Fermilab Today (20050616) Fermilab Results of the Week. Top Quarks are Higgs' best Friend Retrieved on 2008-05-27
পুরস্কার | ||
---|---|---|
পূর্বসূরী সার্গে হারোচি ডেভিড জে. ওয়াইনল্যান্ড |
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ২০১৩ সাথে: ফ্রাঁসোয়া অ্যাংলার্ট |
দায়িত্ব/অবশ্য কর্তব্য |