পার্থসারথি দেব
পার্থসারথি দেব ( ১৯৫৬— ২২ মার্চ ২০২৪) ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের এক বিশিষ্ট অভিনেতা।[১] ছোট পর্দায় তিনি সত্যজিতের গপ্পো ধারাবাহিকের জন্য বিশেষ জনপ্রিয় হন। তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি ছিলেন।[২] বাংলা ছাড়াও তিনি হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন।
পার্থসারথি দেব | |
---|---|
জন্ম | ১৯৫৬ কলকাতা, পশ্চিমবঙ্গ |
মৃত্যু | ২২ মার্চ ২০২৪ কলকাতা,পশ্চিমবঙ্গ | (বয়স ৬৭–৬৮)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | বিনীতা দেব বন্দ্যোপাধ্যায় (বিচ্ছেদ ২০১৮) |
সন্তান | ১ কন্যা |
প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন
সম্পাদনাপার্থসারথি দেবের জন্ম ১৯৫৬ খ্রিস্টাব্দে কলকাতায়।[১] চল্লিশ বছরেরও বেশি কর্মজীবনে[৩] তিনি দুই শতাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন । তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি ছিলেন।[৪] প্রবীণ অভিনেতা পার্থসারথি দেব মূলত বাংলায় কাজ করেছেন, তবে হিন্দি ও অন্যান্য ভাষায়ও তার কাজ ডাবিং হয়েছে। তিনি ১৯৮১ খ্রিস্টাব্দে ছোট গোকুলপুরের যাত্রী দিয়ে ভারতীয় সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। তারপর একে একে 'সত্যজিৎর গপ্পো' , 'সোনার কেল্লা' , 'মহাপৃথিবী' , 'হৃদয়ের কথা' , 'জয়ী' , 'চুনি পান্না' , 'মিঠাই' , 'প্রেম আমার' , 'কাকাবাবু হেরে গেলেন', 'লাঠি' ও 'বগলা মামা জুগ জুগ জিয়ো' প্রভৃতি ছবিতে সফল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন।[৫] তার শেষ অভিনীত ছায়াছবি ছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি "রক্তবীজ"।[৬]
ব্যক্তিগত জীবন এবং মৃত্যু
সম্পাদনাপার্থসারথি দূরদর্শনের রূপটানশিল্পী বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিবাহ করেছিলেন। তাদের একটি কন্যাসন্তান হয়। পরে ২০১৮ খ্রিস্টাব্দে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৬] ২০২১ খ্রিস্টাব্দে পার্থসারথি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর দীর্ঘদিন সিওপিডি'র সমস্যায় ভুগছিলেন। নিউমোনিয়া ধরা পড়লে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। ২০২৪ খ্রিস্টাব্দের ২২ মার্চ শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ মার্চ শনিবার তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।[১]
নির্বাচিত ফিল্মগ্রাফি
সম্পাদনা- ছোট গোপালপুরের যাত্রী (১৮৮১)
- সোনার কেল্লা
- মহাপৃথিবী
- হৃদয়ের কথা
- কাকাবাবু হেরে গেলেন? (১৯৯৫)
- লাঠি (১৯৯৬)
- শুধু তুমি
- শক্তি (২০০৪)
- প্রেম আমার (২০০৯)
- রোমিও (২০১১)
- মেমসাহেব (২০১৭)
- বিপর্যয় (২০১৭)
- কল্পতরু (২০১৮)
- আমি তোমাকে ভালবাসি (২০১৮)
- জয়ী (২০১৯)
- চুনি পান্না (২০১৯)
- মন খারাপের ওষুধ (২০২১)
- মিঠাই (টেলিভিশন ধারাবাহিক) (২০২১)
- বগলা মামা যুগ যুগ জিও (২০২৩)
- রক্তবীজ (২০২৩)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, ৪৩ দিনের লড়াই শেষ হাসপাতালেই, শোকস্তব্ধ টলিউড"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৩।
- ↑ দেশ সাহিত্য পত্রিকা|সম্পাদক=সুমন সেনগুপ্ত|প্রকাশনার-তারিখ=২০২৪-০৪-০২|নামমাত্র কলমে প্রয়াণ|পৃষ্ঠা সমূহ=৮৯
- ↑ "Tollywood actor Partha Sarathi Deb no more"। The Daily Star। ২৩ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।
- ↑ "Veteran Bengali actor Partha Sarathi Deb dies at 68"। www.livemint.com। ২৩ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।
- ↑ "Partha Sarathi Deb (Overview)"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৩।
- ↑ ক খ "Tollywood: গুরুতর অসুস্থ পার্থসারথি দেব হাসপাতালে, দেখতে গেলেন প্রাক্তন স্ত্রী বিনীতা?"। aajkaal.in। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পার্থসারথি দেব (ইংরেজি)
- টিভি গাইডে পার্থসারথি দেব