পারভেজ হুদভয়
পারভেজ আমির আলী হুদভয় একজন পাকিস্তানি পরমাণু পদার্থবিজ্ঞানী ও কর্মী। তিনি পাকিস্তানের লাহোর এ অবস্থিত ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও ইসলামাবাদের কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।[১][২] এছাড়া তিনি পাকিস্তানে বাকস্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতা শিক্ষা ক্ষেত্রের একজন কর্মী।[৩]
পারভেজ হুদভয় | |
---|---|
![]() | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, (এমআইটি) |
পরিচিতির কারণ | পারটন বন্টন তত্ত্ব, ফিল্ড তত্ত্ব(গণিত),ফেনমেনলজি(কণা পদার্থবিজ্ঞান),, সুপার সিমেট্রি, ও বিমূর্ত বীজগণিত |
পুরস্কার | কলিঙ্গ পুরস্কার(২০০৩) ফুলব্রাইট পুরস্কার(১৯৯৮) আবদুস সালাম পুরস্কার(১৯৮৪) ফয়েজ আহমেদ ফয়েজ পুরস্কার(১৯৯০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পরমাণু পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয় জাতীয় পদার্থবিজ্ঞান কেন্দ্র ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজ পাকিস্তান ভারচুয়াল বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবান্বিত | আবদুস সালাম,জর্জ বার্নাড শ,বার্ট্রান্ড রাসেল |
প্রথম জীবন/শিক্ষাসম্পাদনা
পারভেজ হুদভয় করাচিতে জন্মগ্রহণ করেন। তিনি করাচি গ্রামার স্কুল থেকে ও'লেভেল ও এ"লেভেল পরীক্ষায় ভাল ফলাফল করে উত্তীর্ণ হন।[৪] তারপর একটি বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি তে অধ্যয়ন করে গণিত ও তড়িৎকৌশল বিষয়ে দ্বিত স্নাতক (ডাবল বি.এস.সি) (১৯৭১ সাল)ও পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর(এম এস সি) (১৯৭৩ সাল) (সলিড স্টেট পদার্থবিজ্ঞানে বিশেষায়ন সহ) ডিগ্রী লাভ করেন।[৫] দেশে ফিরে তিনি কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগদান করেন। পরে এময়াইটি থেকেই তিনি ১৯৭৮ সালে পিএইচডি লাভ করেন।[৬]
কর্মজীবনসম্পাদনা
একাডেমিয়াসম্পাদনা
আন্দোলনসম্পাদনা
গবেষণাসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ FCC University। "Faculty of Physics at FCC University"। fccollege.edu.pk। Forman College University Press। ১৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Dr Hoodbhoy at FCC"। The Nation। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৭।
- ↑ Dangerous delusions-Ertugrul mania.
- ↑ old
.drsohail .com archived at archive .is.at 16 july 2012.retrived 31st December 2013 - ↑ Dr. Pervez Hoodbhoy.Global Zero. retrieved 1 January 2011.
- ↑ Geo TV Documentary on Pervez Hoodbhoy