পামুলী ইউনিয়ন

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

পামুলী ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

Pamuli Union
পামুলী ইউনিয়ন
ইউনিয়ন
পামুলী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর
জেলাপঞ্চগড়
উপজেলাদেবীগঞ্জ
আয়তন
 • মোট২১ বর্গকিমি (৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,৬০৭
 • জনঘনত্ব৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটpamuliup.panchagarh.gov.bd

এই ইউনিয়নের আয়তন ২১ বর্গকিলোমিটার (৫২৮০ একর)[]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

এই ইউনিয়নের অধীনে ৩টি ওয়ার্ড রয়েছে। এই এলাকায় গ্রামের সংখ্যা মোট ১৪টি।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

এই এলাকায় সর্বমোট ১৯৬০৭ জন বাস করে ।

শিক্ষা

সম্পাদনা

এই এলাকায় ১১টি প্রাথমিক বিদ্যালয়. ৬টি উচ্চ বিদ্যালয় এবং ৩টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে । এই ইউনিয়নের শিক্ষার হার শতকরা প্রায় ৬৫%।

চিকিৎসা

সম্পাদনা

এই ইউনিয়নে ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, ১টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

রাজধানী ঢাকা থেকে ঢাকা-ভায়া- দেবীগঞ্জ ভায়া পঞ্চগড় হাইওয়ে রোডের লক্ষীরহাট চৌরাস্তা হতে ১.৫ কি.মি দক্ষিণে, মৌমারী হতে ১.৫ কি.মি উত্তরে পামুলী ইউনিয়ন কমপ্লেক্স ভবন অবস্থিত

মুক্তিযোদ্ধার তালিকা[]

সম্পাদনা
ক্রমিক নং মুক্তিযোদ্ধার নাম পিতার নাম ঠিকানা
শ্রী ধনেশ্বর রায় টেপুরাম রায় গ্রামঃ খোচাবাড়ী পামুলী,

দেবীগঞ্জ,পঞ্চগড়

শ্রী রমেশ চন্দ্র রায় মৃত- পবির চন্দ্র রায় গ্রামঃ খোচাবাড়ী পামুলী,

দেবীগঞ্জ,পঞ্চগড়

আব্দুল মজিদ মৃত- হজরত আলী গ্রামঃ কালুরহাট,

দেবীগঞ্জ,পঞ্চগড়

শ্রী ভুপেন্দ্রনাথ বর্মন মৃত- রমনী মোহন বর্মন গ্রামঃ জোতশুকুর,পামুলী,

দেবীগঞ্জ পঞ্চগড়

সমারু বর্মন জংগুলু বর্মন গ্রামঃ,পামুলী সরকারপাড়া,

দেবীগঞ্জ, পঞ্চগড়

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পামুলী ইউনিয়নের আয়তন"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪ 
  2. "মুক্তিযোদ্ধার তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা